ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের, ভারতের প্রতিক্রিয়া কী? আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে ভারতের উদ্বেগ নোয়াখালীতে যুবলীগ কর্মীকে হত্যা, মরদেহ ফেলার সময় আটক ২ ঢাকার মূল সড়কে রিকশা নিষিদ্ধ: ডিএনসিসি প্রশাসক ভোজ্যতেল বাজারে স্থিতিশীলতা আনতে রাইস ব্রান তেল কিনবে সরকার কমেছে উড়োজাহাজ জ্বালানির দাম দেশীয় গরুর জাত রক্ষায় জরুরি রোডম্যাপের তাগিদ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার স্বাস্থ্যসেবায় নিরাপত্তা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা মানবিক করিডোর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা বললেন হাফিজ উদ্দিন বিয়ের খরচ চিন্তা করে এখনো সিঙ্গেল সালমান খান!

জরুরি চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মির্জাফখরুল, বিএনপি, জরুরিচিকিৎসা, ব্যাংকক
  • আপডেট সময় ১১:৩৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 7

ছবি সংগৃহীত

 

চোখের জরুরি চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম। সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার হঠাৎ করে মির্জা ফখরুলের চোখে সমস্যা দেখা দেয়। এরপর তাৎক্ষণিকভাবে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা চোখের রেটিনায় জটিলতা শনাক্ত করেন এবং দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।

তিনি বলেন, “চিকিৎসকদের পরামর্শে দ্রুতই ব্যাংককের রুটনিন আই হসপিটালের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে।”

বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী জানান, মির্জা ফখরুলের চিকিৎসা যেন সফলভাবে সম্পন্ন হয়—এজন্য পরিবার দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের প্রতি দীর্ঘদিন ধরেই সতর্কতা বজায় রাখা হচ্ছে। দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই নেতার চোখের সমস্যা হঠাৎ করে গুরুতর রূপ নেওয়ায় ব্যাংককে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তিনি ব্যাংককের অন্যতম খ্যাতনামা চক্ষু হাসপাতাল রুটনিন আই হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যাংককে পৌঁছেই হাসপাতালের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও অস্ত্রোপচার সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

দলের পক্ষ থেকে মির্জা ফখরুলের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং প্রয়োজনীয় সব সহায়তা প্রদানের কথাও জানানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

জরুরি চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আপডেট সময় ১১:৩৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

 

চোখের জরুরি চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম। সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার হঠাৎ করে মির্জা ফখরুলের চোখে সমস্যা দেখা দেয়। এরপর তাৎক্ষণিকভাবে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা চোখের রেটিনায় জটিলতা শনাক্ত করেন এবং দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।

তিনি বলেন, “চিকিৎসকদের পরামর্শে দ্রুতই ব্যাংককের রুটনিন আই হসপিটালের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে।”

বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী জানান, মির্জা ফখরুলের চিকিৎসা যেন সফলভাবে সম্পন্ন হয়—এজন্য পরিবার দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের প্রতি দীর্ঘদিন ধরেই সতর্কতা বজায় রাখা হচ্ছে। দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই নেতার চোখের সমস্যা হঠাৎ করে গুরুতর রূপ নেওয়ায় ব্যাংককে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তিনি ব্যাংককের অন্যতম খ্যাতনামা চক্ষু হাসপাতাল রুটনিন আই হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যাংককে পৌঁছেই হাসপাতালের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও অস্ত্রোপচার সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

দলের পক্ষ থেকে মির্জা ফখরুলের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং প্রয়োজনীয় সব সহায়তা প্রদানের কথাও জানানো হয়েছে।