ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ১০ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় নতুন ৪২৯ জন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে সরকারের অগ্রগতি নেই: অভিযোগ নাহিদ ইসলামের পাকিস্তানকে ৩৪০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন দিল চীন প্রেমিকার বিয়ের খবর শুনে কিশোরের ফাঁস দিয়ে আত্মহত্যা পদ্মা নদীতে ভয়াবহ ভাঙন: কুষ্টিয়ার ভেড়ামারায় আতঙ্কে নদীপাড়ের মানুষ ক্যাম্পাসে সন্ত্রাস ফিরিয়ে আনতে ষড়যন্ত্র চালাচ্ছে একটি মহল: ছাত্রশিবির সভাপতি হারিয়ে যাচ্ছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী ‘গুলতি’ মিসাইল সাথে রাখলেও আমি, আপনি কেউই নিরাপদ নই: উপদেষ্টা আসিফ মাহমুদ শেরপুরের হলদীগ্রাম সীমান্তে ২৭৬ বোতল ভারতীয় মদ জব্দ পাকিস্তান ও ভারতে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি, মৃত্যু সংখ্যা বেড়ে ৭৯

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে বিএনপির নীতিগত অবস্থান, চূড়ান্তের প্রক্রিয়া রয়েছে চলমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 27

ছবি সংগৃহীত

 

জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশ নিয়ে এখনো আনুষ্ঠানিক মতামত দেয়নি বিএনপি। দলটি জানিয়েছে, তারা “রাষ্ট্র সংস্কার করবে নির্বাচিত সংসদ” এই নীতিগত অবস্থান থেকে তাদের মতামত প্রস্তুত করছে।

কমিশনের পাঠানো সুপারিশগুলোর মধ্যে জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারে বিএনপির তেমন আপত্তি নেই। তবে সংবিধানের মৌলিক কাঠামো সংশোধনের বিষয়ে দলটি সতর্ক। বিএনপির নেতাদের আশঙ্কা, এ ধরনের পরিবর্তন নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে।

ঐকমত্য কমিশন ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি দিয়ে সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগের ১৬৬টি সংস্কার সুপারিশের ওপর মতামত চেয়েছিল। গতকাল পর্যন্ত ১৫টি দল তাদের মত দিয়েছে, বাকিরা সময় নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ ১৪টি দল দ্রুতই তাদের মতামত দেবে বলে জানা গেছে।

বিএনপি সূত্র জানিয়েছে, ২০২৩ সালে ঘোষিত দলের ৩১ দফার আলোকে এই সংস্কার সুপারিশের বিষয়ে মতামত দিচ্ছে তারা। বিশেষ করে, দলটি সংবিধান ও নির্বাচনব্যবস্থার সংস্কারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছে। বিএনপির মতে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সংবিধানে বারবার পরিবর্তন এনে তা দলীয় স্বার্থে ব্যবহার করেছে। ফলে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কার অপরিহার্য।

দলের নীতিনির্ধারণী পর্যায়ে কয়েক দফা বৈঠক হয়েছে। স্থায়ী কমিটির বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নিয়ে সুপারিশগুলো পর্যালোচনা করেছেন। বিএনপি মনে করছে, সংবিধান সংস্কারের এখতিয়ার শুধুমাত্র নির্বাচিত সংসদেরই থাকা উচিত। এ কারণেই তারা নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

বিএনপি সমমনা দলগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অভিন্ন মতামত দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে যুগপৎ আন্দোলনের তিনটি শরিক দল মতামত জমা দিয়েছে। বিএনপিসহ অন্য মিত্র দলগুলোও শিগগিরই তাদের মত দেবে বলে জানা গেছে।

সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির নেতারা বিশেষজ্ঞদের সঙ্গেও পরামর্শ করছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানিয়েছেন, তারা দ্রুত মতামত জমা দেবে। তিনি মনে করেন, জাতীয় ঐকমত্য কমিশনের সর্বসম্মত সুপারিশ “জাতীয় সনদ” হিসেবে গ্রহণ করা হবে, আর বিরোধপূর্ণ বিষয়গুলোর ওপর আরও জনমত গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে বিএনপির নীতিগত অবস্থান, চূড়ান্তের প্রক্রিয়া রয়েছে চলমান

আপডেট সময় ১২:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশ নিয়ে এখনো আনুষ্ঠানিক মতামত দেয়নি বিএনপি। দলটি জানিয়েছে, তারা “রাষ্ট্র সংস্কার করবে নির্বাচিত সংসদ” এই নীতিগত অবস্থান থেকে তাদের মতামত প্রস্তুত করছে।

কমিশনের পাঠানো সুপারিশগুলোর মধ্যে জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারে বিএনপির তেমন আপত্তি নেই। তবে সংবিধানের মৌলিক কাঠামো সংশোধনের বিষয়ে দলটি সতর্ক। বিএনপির নেতাদের আশঙ্কা, এ ধরনের পরিবর্তন নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে।

ঐকমত্য কমিশন ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি দিয়ে সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগের ১৬৬টি সংস্কার সুপারিশের ওপর মতামত চেয়েছিল। গতকাল পর্যন্ত ১৫টি দল তাদের মত দিয়েছে, বাকিরা সময় নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ ১৪টি দল দ্রুতই তাদের মতামত দেবে বলে জানা গেছে।

বিএনপি সূত্র জানিয়েছে, ২০২৩ সালে ঘোষিত দলের ৩১ দফার আলোকে এই সংস্কার সুপারিশের বিষয়ে মতামত দিচ্ছে তারা। বিশেষ করে, দলটি সংবিধান ও নির্বাচনব্যবস্থার সংস্কারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছে। বিএনপির মতে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সংবিধানে বারবার পরিবর্তন এনে তা দলীয় স্বার্থে ব্যবহার করেছে। ফলে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কার অপরিহার্য।

দলের নীতিনির্ধারণী পর্যায়ে কয়েক দফা বৈঠক হয়েছে। স্থায়ী কমিটির বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নিয়ে সুপারিশগুলো পর্যালোচনা করেছেন। বিএনপি মনে করছে, সংবিধান সংস্কারের এখতিয়ার শুধুমাত্র নির্বাচিত সংসদেরই থাকা উচিত। এ কারণেই তারা নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

বিএনপি সমমনা দলগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অভিন্ন মতামত দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে যুগপৎ আন্দোলনের তিনটি শরিক দল মতামত জমা দিয়েছে। বিএনপিসহ অন্য মিত্র দলগুলোও শিগগিরই তাদের মত দেবে বলে জানা গেছে।

সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির নেতারা বিশেষজ্ঞদের সঙ্গেও পরামর্শ করছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানিয়েছেন, তারা দ্রুত মতামত জমা দেবে। তিনি মনে করেন, জাতীয় ঐকমত্য কমিশনের সর্বসম্মত সুপারিশ “জাতীয় সনদ” হিসেবে গ্রহণ করা হবে, আর বিরোধপূর্ণ বিষয়গুলোর ওপর আরও জনমত গঠন করা হবে।