মক্কা-মদিনার আবাসন বাজার বিদেশিদের জন্য উন্মুক্ত করল সৌদি আরব
সৌদি আরব তার ‘ভিশন ২০৩০’ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে মক্কা ও মদিনার রিয়েল এস্টেট খাত বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নীতির আওতায়, বিদেশি বিনিয়োগকারীরা এখন এই দুই পবিত্র শহরের আবাসন বাজারে অংশ নিতে পারবেন, যা আগে সীমিত ছিল।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশিরা সম্পত্তি-মালিকানাধীন কোম্পানির শেয়ার এবং নির্দিষ্ট আর্থিক সম্পদ কিনতে পারবেন। তবে কৌশলগত বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ থাকলেও অন্যান্য বিদেশিদের মালিকানা সর্বোচ্চ ৪৯ শতাংশ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ সৌদি অর্থনীতিকে বৈচিত্র্যময় করার পাশাপাশি মক্কা ও মদিনার আবাসন খাতে নতুন গতি আনবে। একইসঙ্গে, উন্নত অবকাঠামো, আধুনিক হোটেল ও আবাসন প্রকল্পের মাধ্যমে হজ ও ওমরাহ পালনকারীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো হবে।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার মূল লক্ষ্য দেশটির অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে সরিয়ে নতুন বিনিয়োগ সুযোগ তৈরি করা। মক্কা ও মদিনার আবাসন বাজার উন্মুক্ত করার মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা ও আধুনিক নগর উন্নয়নকে ত্বরান্বিত করাই সরকারের অন্যতম উদ্দেশ্য।