সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবার সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনার অনুমতি পেয়েছে। সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এতদিন সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের অনুমতি থাকলেও বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের মতো অনুপ্রবেশ প্রতিরোধী সরঞ্জাম ছিল না। নতুন এ অনুমোদনের ফলে বিজিবি এসব আধুনিক সরঞ্জাম খুব শিগগিরই সংগ্রহ করবে।
তিনি আরও বলেন, “বেশ কিছু সময় বিজিবি কেন সাউন্ড গ্রেনেড বা টিয়ারশেল ব্যবহার করেনি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু বাস্তবতা হলো, এসব সরঞ্জাম তাদের কাছে ছিল না। সীমান্ত পরিস্থিতি অনুযায়ী এগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো বড় সমস্যা নেই।”
ভারতের কাছে সাউন্ড গ্রেনেড রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের এ উদ্যোগে প্রতিবেশী কোনো দেশ নেতিবাচক মনোভাব নেবে না। বরং সীমান্ত সুরক্ষা আরও কার্যকর হবে।”