শিরোনাম :
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ সন্ধ্যায়
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০১:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 29
১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করবেন। ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সভায় দেশের আকাশে মুহাররম মাসের চাঁদ দেখা গেলে পবিত্র আশুরার তারিখ নির্ধারণ করা হবে। এজন্য দেশের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত নম্বরগুলোতে তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১



















