০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
শিরোনাম :
সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে ২০২৬ সালের শুরুতে ইরানে গুরুত্বপূর্ণ রেলপথ নির্মাণ শুরু করবে রাশিয়া ফিলিপাইনে টাইফুন কালমেগির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রে কার্গো বিমান দুর্ঘটনায় নিহত কমপক্ষে সাতজন আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই: জামায়াত আমির নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ান তেল আমদানি কমাচ্ছে চীনা রিফাইনারিগুলো গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩ শীত আসছে, চলতি মাসেই বইতে পারে একাধিক শৈত্যপ্রবাহ চট্টগ্রামে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, পদ হারালেন বিএনপির ৪ নেতা গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার

ভুয়া সংবাদে বিভ্রান্তি ছড়ালে আইনি ব্যবস্থা: উপ-প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 146

ছবি সংগৃহীত

 

ভুল ও মিথ্যা সংবাদ প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করলে সরকারের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

আজাদ মজুমদার বলেন, “মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত সম্প্রতি প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বানোয়াট। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। সরকার এখন থেকে এমন কোনো ভুয়া খবর প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।”

তিনি আরও জানান, মিথ্যা তথ্য প্রচারকারী সংবাদমাধ্যমগুলোকে জনগণের কাছে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। একই সঙ্গে সংবাদ প্রচারে দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে গুম সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে উপ-প্রেস সচিব বলেন, “গুমের ঘটনায় যেসব ব্যক্তি জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত শেষে বিচার নিশ্চিত করা হবে।”

তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। নিখোঁজদের তালিকায় থাকা ৩ শতাধিক ব্যক্তির সন্ধানে সক্রিয়ভাবে কাজ চলছে।

তিনি বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে তথ্য ও সংবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ভুল বা ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া স্বাধীনতা নয়। বরং এটি অপরাধ।”

সংবাদ সম্মেলনে সরকারের মিডিয়া নীতিমালার ওপরও আলোচনা হয় এবং সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে বিভ্রান্তিকর একটি প্রতিবেদন ছড়িয়ে পড়ে, যা নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়। সেই পরিপ্রেক্ষিতে সরকার এ বিষয়ে অবস্থান স্পষ্ট করল।

নিউজটি শেয়ার করুন

ভুয়া সংবাদে বিভ্রান্তি ছড়ালে আইনি ব্যবস্থা: উপ-প্রেস সচিব

আপডেট সময় ০৪:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

 

ভুল ও মিথ্যা সংবাদ প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করলে সরকারের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

আজাদ মজুমদার বলেন, “মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত সম্প্রতি প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বানোয়াট। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। সরকার এখন থেকে এমন কোনো ভুয়া খবর প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।”

তিনি আরও জানান, মিথ্যা তথ্য প্রচারকারী সংবাদমাধ্যমগুলোকে জনগণের কাছে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। একই সঙ্গে সংবাদ প্রচারে দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে গুম সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে উপ-প্রেস সচিব বলেন, “গুমের ঘটনায় যেসব ব্যক্তি জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত শেষে বিচার নিশ্চিত করা হবে।”

তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। নিখোঁজদের তালিকায় থাকা ৩ শতাধিক ব্যক্তির সন্ধানে সক্রিয়ভাবে কাজ চলছে।

তিনি বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে তথ্য ও সংবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ভুল বা ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া স্বাধীনতা নয়। বরং এটি অপরাধ।”

সংবাদ সম্মেলনে সরকারের মিডিয়া নীতিমালার ওপরও আলোচনা হয় এবং সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে বিভ্রান্তিকর একটি প্রতিবেদন ছড়িয়ে পড়ে, যা নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়। সেই পরিপ্রেক্ষিতে সরকার এ বিষয়ে অবস্থান স্পষ্ট করল।