০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
শিরোনাম :
সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে ২০২৬ সালের শুরুতে ইরানে গুরুত্বপূর্ণ রেলপথ নির্মাণ শুরু করবে রাশিয়া ফিলিপাইনে টাইফুন কালমেগির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রে কার্গো বিমান দুর্ঘটনায় নিহত কমপক্ষে সাতজন আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই: জামায়াত আমির নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ান তেল আমদানি কমাচ্ছে চীনা রিফাইনারিগুলো গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩ শীত আসছে, চলতি মাসেই বইতে পারে একাধিক শৈত্যপ্রবাহ চট্টগ্রামে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, পদ হারালেন বিএনপির ৪ নেতা গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার

ছুটির আমেজে শেষ কর্মদিবস আজ, কাল থেকে ১০ দিনের ছুটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 179

 

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন চলতি বছরের অন্যতম দীর্ঘ ছুটি। আজ মঙ্গলবার (৪ জুন) ছিল তাদের শেষ কর্মদিবস। আগামীকাল বুধবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে টানা ১০ দিনের ছুটি, যা চলবে ১৪ জুন পর্যন্ত। এরপর ১৫ জুন, শনিবার থেকে অফিস কার্যক্রম পুনরায় শুরু হবে।

সরকারি ছুটির এই দীর্ঘ সময়সীমা এবারের ঈদুল আজহাকে ঘিরে নেওয়া বিশেষ ব্যবস্থারই অংশ। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১১ ও ১২ জুন (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে গত ৬ মে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

এই বাড়তি ছুটি বিবেচনায় রেখে সরকারি কর্মদিবসের ভারসাম্য বজায় রাখতে ১৭ ও ২৪ মে, দুই শনিবার অফিস খোলা রাখা হয়েছিল। এই সিদ্ধান্ত অনুযায়ী কর্মীরা আগে থেকেই অতিরিক্ত কর্মঘণ্টা পূরণ করে রেখেছেন, ফলে ঈদের ছুটির পরিমাণ দীর্ঘ হলেও অফিস কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না বলে মনে করা হচ্ছে।

এবার ঈদের আগে-পরে মিলে মোট ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে দীর্ঘ ঈদ ছুটিগুলোর একটি। এর আগে চলতি বছরের ঈদুল ফিতরে তারা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিনের ছুটি উপভোগ করেন।

ঈদুল আজহা মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই সময় গ্রাম-শহর সবখানেই থাকে উৎসবের আমেজ। দীর্ঘ ছুটির ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর থেকে মানুষ গ্রামে ছুটে যাবেন প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে।

সরকারি এই ছুটির মধ্যে ঈদের দিন, সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটিগুলো একত্রিত হয়ে সরকারি কর্মীদের জন্য তৈরি হয়েছে এক বিশাল বিশ্রামের সুযোগ। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই, কারণ এতে কর্মজীবীরা পরিবার ও সমাজের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।

তবে এত দীর্ঘ ছুটির কারণে গুরুত্বপূর্ণ কিছু সেবা খাতে সীমিত সংখ্যক কর্মী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে, যাতে জরুরি সেবায় কোনো সমস্যা না হয়।

নিউজটি শেয়ার করুন

ছুটির আমেজে শেষ কর্মদিবস আজ, কাল থেকে ১০ দিনের ছুটি

আপডেট সময় ১০:৫৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

 

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন চলতি বছরের অন্যতম দীর্ঘ ছুটি। আজ মঙ্গলবার (৪ জুন) ছিল তাদের শেষ কর্মদিবস। আগামীকাল বুধবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে টানা ১০ দিনের ছুটি, যা চলবে ১৪ জুন পর্যন্ত। এরপর ১৫ জুন, শনিবার থেকে অফিস কার্যক্রম পুনরায় শুরু হবে।

সরকারি ছুটির এই দীর্ঘ সময়সীমা এবারের ঈদুল আজহাকে ঘিরে নেওয়া বিশেষ ব্যবস্থারই অংশ। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১১ ও ১২ জুন (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে গত ৬ মে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

এই বাড়তি ছুটি বিবেচনায় রেখে সরকারি কর্মদিবসের ভারসাম্য বজায় রাখতে ১৭ ও ২৪ মে, দুই শনিবার অফিস খোলা রাখা হয়েছিল। এই সিদ্ধান্ত অনুযায়ী কর্মীরা আগে থেকেই অতিরিক্ত কর্মঘণ্টা পূরণ করে রেখেছেন, ফলে ঈদের ছুটির পরিমাণ দীর্ঘ হলেও অফিস কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না বলে মনে করা হচ্ছে।

এবার ঈদের আগে-পরে মিলে মোট ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে দীর্ঘ ঈদ ছুটিগুলোর একটি। এর আগে চলতি বছরের ঈদুল ফিতরে তারা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিনের ছুটি উপভোগ করেন।

ঈদুল আজহা মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই সময় গ্রাম-শহর সবখানেই থাকে উৎসবের আমেজ। দীর্ঘ ছুটির ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর থেকে মানুষ গ্রামে ছুটে যাবেন প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে।

সরকারি এই ছুটির মধ্যে ঈদের দিন, সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটিগুলো একত্রিত হয়ে সরকারি কর্মীদের জন্য তৈরি হয়েছে এক বিশাল বিশ্রামের সুযোগ। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই, কারণ এতে কর্মজীবীরা পরিবার ও সমাজের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।

তবে এত দীর্ঘ ছুটির কারণে গুরুত্বপূর্ণ কিছু সেবা খাতে সীমিত সংখ্যক কর্মী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে, যাতে জরুরি সেবায় কোনো সমস্যা না হয়।