ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড

এলজিইডিতে দুদকের অভিযান, ১ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 22

ছবি সংগৃহীত

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তৎপর হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুযায়ী, বিল উত্তোলনের মাধ্যমে এই বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় এলজিইডির প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

বুধবার দুদকের একটি দল এলজিইডির প্রধান কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলে, প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, অভিযোগ যাচাই-বাছাই শেষে কমিশন তদন্তে নামে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দেবে এনফোর্সমেন্ট টিম।

একই সঙ্গে দেশের বিভিন্ন জেলার ভূমি অফিসগুলোতেও ঘুষ ও হয়রানির অভিযোগে অভিযান চালানো হয়েছে।

যশোরে, মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালায় দুদকের যশোর জেলা কার্যালয়। নামজারি সেবায় অতিরিক্ত অর্থ আদায় ও বহিরাগত দিয়ে সরকারি কাজ করানোর অভিযোগ উঠে আসে। এক ভুক্তভোগী জানান, ১৯ হাজার টাকার দাখিলা থাকলেও তাকে ৮০ হাজার টাকা গুনতে হয়েছে। একই কর্মকর্তা আরও চার হাজার টাকা বেশি আদায় করেছেন বলেও অভিযোগ রয়েছে।

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে দেখা যায়, সাধারণ গ্রাহকদের সেবা দালালের মাধ্যমে নিতে বাধ্য করা হচ্ছে। দালাল ছাড়া সরাসরি সেবা পাওয়া যাচ্ছে না, যা স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ তৈরি করেছে।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ জিউধরা ইউনিয়ন ভূমি অফিসেও নামজারি, ডিসিআর ও দাখিলার ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অভিযান পরিচালিত হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘুষ ছাড়া কোনো সেবা পাওয়া যায় না। অফিসে নেই ‘সিটিজেন চার্টার’, ফলে সেবাপ্রত্যাশীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।

দুদক জানিয়েছে, এসব অভিযানে সংগৃহীত তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। কমিশন দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

সরকারি প্রতিষ্ঠানে এমন দুর্নীতি ও অনিয়ম জনসাধারণের মধ্যে আস্থাহীনতা তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি উঠেছে সর্বস্তরে।

নিউজটি শেয়ার করুন

এলজিইডিতে দুদকের অভিযান, ১ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ

আপডেট সময় ০৩:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তৎপর হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুযায়ী, বিল উত্তোলনের মাধ্যমে এই বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় এলজিইডির প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

বুধবার দুদকের একটি দল এলজিইডির প্রধান কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলে, প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, অভিযোগ যাচাই-বাছাই শেষে কমিশন তদন্তে নামে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দেবে এনফোর্সমেন্ট টিম।

একই সঙ্গে দেশের বিভিন্ন জেলার ভূমি অফিসগুলোতেও ঘুষ ও হয়রানির অভিযোগে অভিযান চালানো হয়েছে।

যশোরে, মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালায় দুদকের যশোর জেলা কার্যালয়। নামজারি সেবায় অতিরিক্ত অর্থ আদায় ও বহিরাগত দিয়ে সরকারি কাজ করানোর অভিযোগ উঠে আসে। এক ভুক্তভোগী জানান, ১৯ হাজার টাকার দাখিলা থাকলেও তাকে ৮০ হাজার টাকা গুনতে হয়েছে। একই কর্মকর্তা আরও চার হাজার টাকা বেশি আদায় করেছেন বলেও অভিযোগ রয়েছে।

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে দেখা যায়, সাধারণ গ্রাহকদের সেবা দালালের মাধ্যমে নিতে বাধ্য করা হচ্ছে। দালাল ছাড়া সরাসরি সেবা পাওয়া যাচ্ছে না, যা স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ তৈরি করেছে।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ জিউধরা ইউনিয়ন ভূমি অফিসেও নামজারি, ডিসিআর ও দাখিলার ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অভিযান পরিচালিত হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘুষ ছাড়া কোনো সেবা পাওয়া যায় না। অফিসে নেই ‘সিটিজেন চার্টার’, ফলে সেবাপ্রত্যাশীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।

দুদক জানিয়েছে, এসব অভিযানে সংগৃহীত তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। কমিশন দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

সরকারি প্রতিষ্ঠানে এমন দুর্নীতি ও অনিয়ম জনসাধারণের মধ্যে আস্থাহীনতা তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি উঠেছে সর্বস্তরে।