ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে তিন মাসের শিশুর মৃত্যু, আহত অন্তত ২০ চালু হবে জাতীয় পুরস্কার,মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ড. ইউনূস দ্রুত চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বেবিচক চেয়ারম্যানের আশ্বাস হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে

অবসরপ্রাপ্ত বিমানসেনাদের জন্য ‘পেনশনার সল্যুশন’ ওয়েব পোর্টালের উদ্বোধন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 17

ছবি সংগৃহীত

 

ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বাশারে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর রেকর্ড অফিসে ‘পেনশনার সল্যুশন’ নামে একটি নতুন ওয়েব পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) এই পোর্টালটির উদ্বোধন করেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, আধুনিকায়ন ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের জন্য বিমানবাহিনী রেকর্ড অফিস নিজস্ব জনবল দ্বারা এই ডিজিটাল প্ল্যাটফর্মটি নির্মাণ করেছে। পোর্টালটির মূল লক্ষ্য হলো, পেনশন-পরবর্তী সেবাসমূহকে সহজতর, দ্রুততর এবং সর্বোপরি সাশ্রয়ী করা।

ওয়েব পোর্টালটির মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যরা দেশে বা বিদেশে অবস্থান করেই নিবন্ধনের মাধ্যমে লগইন করে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন তাও আবার সশরীরে উপস্থিত না হয়েই। এতে সময়, শ্রম ও অর্থ তিনটি দিক থেকেই সাশ্রয় হবে, যা দীর্ঘমেয়াদে কার্যক্রমকে আরও গতিশীল ও প্রাসঙ্গিক করবে।

এই ডিজিটাল প্ল্যাটফর্মে শুধুমাত্র অনলাইন তথ্য প্রদানই নয়, বরং লিখিত ও ভয়েস মেসেজের মাধ্যমে সরাসরি সেবা গ্রহণের সুযোগও থাকছে। ফলে, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি এটি হবে ব্যবহারকারীবান্ধব ও বাস্তবসম্মত একটি সেবাপদ্ধতি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, আমন্ত্রিত ঊর্ধ্বতন কর্মকর্তা, চাকরিরত এবং অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অনেকেই এই উদ্যোগকে সময়োপযোগী এবং সেবামুখী পদক্ষেপ হিসেবে স্বাগত জানান।

আইএসপিআর আরও জানায়, ‘পেনশনার সল্যুশন’ পোর্টালের সঠিক ব্যবহার অবসরপ্রাপ্ত সদস্যদের জীবনযাত্রা সহজ করবে এবং বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক প্রশাসনিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

অবসরপ্রাপ্ত বিমানসেনাদের জন্য ‘পেনশনার সল্যুশন’ ওয়েব পোর্টালের উদ্বোধন

আপডেট সময় ০৮:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

 

ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বাশারে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর রেকর্ড অফিসে ‘পেনশনার সল্যুশন’ নামে একটি নতুন ওয়েব পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) এই পোর্টালটির উদ্বোধন করেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, আধুনিকায়ন ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের জন্য বিমানবাহিনী রেকর্ড অফিস নিজস্ব জনবল দ্বারা এই ডিজিটাল প্ল্যাটফর্মটি নির্মাণ করেছে। পোর্টালটির মূল লক্ষ্য হলো, পেনশন-পরবর্তী সেবাসমূহকে সহজতর, দ্রুততর এবং সর্বোপরি সাশ্রয়ী করা।

ওয়েব পোর্টালটির মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যরা দেশে বা বিদেশে অবস্থান করেই নিবন্ধনের মাধ্যমে লগইন করে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন তাও আবার সশরীরে উপস্থিত না হয়েই। এতে সময়, শ্রম ও অর্থ তিনটি দিক থেকেই সাশ্রয় হবে, যা দীর্ঘমেয়াদে কার্যক্রমকে আরও গতিশীল ও প্রাসঙ্গিক করবে।

এই ডিজিটাল প্ল্যাটফর্মে শুধুমাত্র অনলাইন তথ্য প্রদানই নয়, বরং লিখিত ও ভয়েস মেসেজের মাধ্যমে সরাসরি সেবা গ্রহণের সুযোগও থাকছে। ফলে, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি এটি হবে ব্যবহারকারীবান্ধব ও বাস্তবসম্মত একটি সেবাপদ্ধতি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, আমন্ত্রিত ঊর্ধ্বতন কর্মকর্তা, চাকরিরত এবং অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অনেকেই এই উদ্যোগকে সময়োপযোগী এবং সেবামুখী পদক্ষেপ হিসেবে স্বাগত জানান।

আইএসপিআর আরও জানায়, ‘পেনশনার সল্যুশন’ পোর্টালের সঠিক ব্যবহার অবসরপ্রাপ্ত সদস্যদের জীবনযাত্রা সহজ করবে এবং বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক প্রশাসনিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব ফেলবে।