যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে বৈঠক করতে তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি

- আপডেট সময় ১০:৪৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 10
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ বন্ধে আলোচনা করতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাতে প্রস্তুত আছেন। বৃহস্পতিবার (১৫ মে) ইস্তাম্বুলে এই বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়ে পুতিনকে আমন্ত্রণ জানান জেলেনস্কি।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, “হত্যাকাণ্ড দীর্ঘায়িত করে কোনো লাভ নেই। আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব—ব্যক্তিগতভাবে।”
এর আগে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধে আলোচনার উদ্যোগ নিতে প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর চাপ দেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ স্যোশালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির পরিবর্তে বৃহস্পতিবার তুরস্কে ইউক্রেনের সঙ্গে সরাসরি সাক্ষাতে বসার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই প্রস্তাবে ইউক্রেনের এখনই রাজি হওয়া উচিত।”
ট্রাম্প আরও বলেন, “ইস্তাম্বুলের বৈঠকে উভয় দেশ জানতে পারবে—আলোচনার মাধ্যমে কোনো সমঝোতা সম্ভব কি না। আর যদি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারাও বুঝতে পারবে আসলে কী পরিস্থিতি চলছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে।”
যদিও এর আগে জেলেনস্কি বলেছিলেন, তার দেশ রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী, তবে সেটি কেবল তখনই সম্ভব, যখন যুদ্ধবিরতি কার্যকর হবে।
ট্রাম্প তাঁর পোস্টে সাম্প্রতিক বিশ্বরাজনীতির প্রসঙ্গ টেনে বলেন, “আমি নিশ্চিত নই, ইউক্রেন আদৌ পুতিনের সঙ্গে কোনো সমঝোতায় যেতে চায় কি না। কারণ এই মুহূর্তে পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপন নিয়েই বেশি ব্যস্ত, যে যুদ্ধ মার্কিন সহায়তা ছাড়া সম্ভব হতো না।”
জেলেনস্কির ইস্তাম্বুলে সাক্ষাতের আহ্বান এমন এক সময় এলো, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন করে উত্তেজনার দিকে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই বৈঠক হলে তা হতে পারে যুদ্ধ অবসানের সম্ভাব্য একটি কূটনৈতিক মোড়।
সূত্র: বিবিসি