রোহিঙ্গা ও বিদেশিদের এনআইডি ডেটাবেজে অন্তর্ভুক্তির সুযোগ নেই: নির্বাচন কমিশন

- আপডেট সময় ০৮:৩৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 0
রোহিঙ্গা এবং বিদেশি নাগরিকদের কোনোভাবেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। দ্বৈত নাগরিকত্ব ও বিদেশিদের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) এখন কঠোর অবস্থান নিয়েছে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “রোহিঙ্গা ও বিদেশিদের আমরা আমাদের এনআইডি ডেটাবেজে প্রবেশ করতে দেব না। পূর্বে সিদ্ধান্ত ছিল রোহিঙ্গাদের তথ্য নির্বাচন কমিশনকে এপিআইয়ের মাধ্যমে দেওয়া হবে। তবে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, এসব তথ্য ইসির কাছেই থাকবে।”
তিনি আরও বলেন, “রোহিঙ্গাদের আঙুলের ছাপ (বায়োমেট্রিক) যাচাইয়ের সুযোগ থাকলেই যথেষ্ট। তবে এই সার্ভার কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবে তা এখনো নির্ধারিত হয়নি।”
প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের এনআইডি সেবা বিষয়ে হুমায়ুন কবীর জানান, বর্তমানে অস্ট্রেলিয়াসহ আটটি দেশে প্রবাসী ভোটারদের জন্য এনআইডি কার্যক্রম চালু রয়েছে। আগামী সপ্তাহে কানাডাতেও এই সেবা চালু হবে। পর্যায়ক্রমে ৪০টি দেশে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে কার্যক্রম শুরুর জন্য এখনো চূড়ান্ত অনুমোদন মেলেনি।
তিনি বলেন, “এই প্রক্রিয়ায় দ্বৈত নাগরিকত্বধারীদের তথ্য যাচাই-বাছাই করে নিবন্ধন নিশ্চিত করা হচ্ছে।”
এনআইডি সংশোধনের ক্ষেত্রে চলমান সমস্যা প্রসঙ্গে মহাপরিচালক জানান, বর্তমানে ৫০০-এর বেশি ডাবল এনআইডি শনাক্ত হয়েছে। এসব সমস্যা সমাধানে আঞ্চলিক কর্মকর্তাদের পাশাপাশি জেলা পর্যায়ের কর্মকর্তাদেরও সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে। ঝুলে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য কমিশন সক্রিয়ভাবে কাজ করছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এনআইডি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে জাতীয় পরিচয়পত্রের মর্যাদা ও নির্ভরযোগ্যতা অক্ষুণ্ণ থাকে।