কাতারে রোহিঙ্গা ইস্যুতে গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা

- আপডেট সময় ০৪:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / 19
কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে ‘বাধ্যতামূলক বাস্তুচ্যুতি ও পরিবেশগত চ্যালেঞ্জ: রোহিঙ্গা সংকট’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার সম্মেলনের দ্বিতীয় দিনে এই গোলটেবিল আলোচনায় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা এবং এদের টেকসই প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা নিয়ে তার মূল্যবান মতামত তুলে ধরবেন বলে জানা গেছে। বিশেষ এই আলোচনায় তার সঙ্গে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, এসডিজি–বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
দোহায় চলমান এই দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের লক্ষ্যেই এই সম্মেলন আয়োজন করা হয়েছে।
রোহিঙ্গা ইস্যুতে অধ্যাপক ইউনূসের অংশগ্রহণ বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান ও উদ্যোগকে আরও জোরালোভাবে উপস্থাপন করবে বলে আশা করা যায়। পাশাপাশি, এই আলোচনা রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির দিকেও নতুন মাত্রা যোগ করবে বলে মত বিশ্লেষকদের।
উল্লেখ্য, আর্থনা শীর্ষ সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের একত্রিত করে বৈশ্বিক চ্যালেঞ্জসমূহের সমাধানে নতুন পথ খুঁজে বের করার এক বিশিষ্ট প্ল্যাটফর্ম। এই সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করায় দেশের কূটনৈতিক গুরুত্বও বাড়বে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।