ঢাকার সঙ্গে প্রতিরক্ষা জোট আরও শক্তিশালী করতে চায় মস্কো

- আপডেট সময় ০১:৫০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / 18
রাশিয়া ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় করতে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন দুই দেশের সামরিক কর্মকর্তারা। মস্কোয় রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল আলেক্সান্ডার ফোমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই বৈঠকে সামরিক সম্পর্ক সম্প্রসারণসহ ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
ঢাকায় রাশিয়ান দূতাবাস ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই পক্ষই সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে। আলোচনায় প্রতিরক্ষা খাতে প্রযুক্তি, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা তুলে ধরা হয়। বৈঠকটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়।
সরকারি সফরে গত রবিবার রাশিয়া পৌঁছান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরের অংশ হিসেবে তিনি রাশিয়ান সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও সমরাস্ত্র উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন। পাশাপাশি তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন।
রাশিয়ায় অবস্থানকালে বাংলাদেশের সামরিক প্রতিনিধিদল এক আবেগঘন আয়োজনে অংশ নেয়। তারা মস্কোর ঐতিহাসিক আলেক্সান্ডার গার্ডেনে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ রাশিয়ান সেনাদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ। অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালনের পাশাপাশি বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীত।
এই আয়োজনে অংশ নেয় রাশিয়ার খ্যাতনামা ১৫৪তম প্রিওব্রাজেনস্কি ইনডিপেনডেন্ট কমান্ড্যান্ট রেজিমেন্ট, যারা সম্মানসূচক কুচকাওয়াজ প্রদর্শন করে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সামরিক সম্পর্কের প্রতীক হিসেবে এই আয়োজন গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
রাশিয়া সফর শেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ক্রোয়েশিয়া সফরে যাবেন, যেখানে একইভাবে সামরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বৈঠক ও পরিদর্শনে অংশ নেবেন।