ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত সুনির্দিষ্ট নয়, খালেদা জিয়ার সঙ্গে কেবল সাধারণ আলোচনা হয়েছে: জামায়াতের আমির আইএমএফ-এর সঙ্গে চুক্তি হয়নি, চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড়ে অনিশ্চয়তা ঢাকায় এসে আমি খুশি: পাকিস্তানের পররাষ্ট্র সচিব হ্যাটট্রিক জয়ের পরেও আশাভঙ্গ বাংলাদেশের, বাড়ল বিশ্বকাপ টিকিটের অপেক্ষা চাল আমদানির মেয়াদ শেষ, দাম বৃদ্ধি নিয়ে বিপাকে পাইকাররা চুরি ও হারানো ২৫১টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিলো ডিএমপি তেজগাঁও বিভাগ ঢাকার চারপাশে আধুনিক ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার ঘোষণা দিলেন পানিসম্পদ উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি সচিবের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা গ্রামীণ ব্যাংকে সরকারের কর্তৃত্ব কমলো

বাংলাদেশকে ব্রিকস ব্যাংকের এক বিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি, অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা 

  • খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৫০৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বড় ধরনের সম্ভাবনার দরজা খুলছে। বিশ্ব অর্থনীতির উদীয়মান শক্তি ব্রিকস জোটের সাংহাইভিত্তিক ঋণদাতা সংস্থা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) চলতি বছর বাংলাদেশের জন্য এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদনের পরিকল্পনা নিয়েছে।

মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এনডিবির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ। বৈঠকে তিনি জানান, ইতোমধ্যে ‘এক্সপ্যান্ডেড ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্ট প্রকল্প’-এর জন্য ৩২০ মিলিয়ন ডলার অনুমোদন দেওয়া হয়েছে। তবে দেশের অবকাঠামোগত ও অর্থনৈতিক চাহিদা বিবেচনায় রেখে এই অর্থায়ন তিন গুণেরও বেশি করার পরিকল্পনা রয়েছে তাদের।

বাংলাদেশের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নে এনডিবির সক্রিয় ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ইউনূস। তিনি বলেন, এই ধরনের সহায়তা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনাকে আরও বেগবান করতে পারে, বিশেষ করে সামাজিক অবকাঠামো এবং শ্রমিকদের জন্য আবাসন খাতে।

এনডিবি প্রতিনিধিরা জানান, দেশের গ্যাস খাতে বড় পরিসরে বিনিয়োগের পাশাপাশি, বেসরকারি খাতের সক্ষমতা বাড়াতেও তারা উল্লেখযোগ্য পরিমাণে ঋণ দিতে প্রস্তুত। পাশাপাশি, তারা এখন বহুমুদ্রায় ঋণ কার্যক্রম পরিচালনা করছে, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার জন্য সহায়ক হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, “বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে এনডিবির একটি দীর্ঘমেয়াদি কান্ট্রি স্ট্র্যাটেজি প্রোগ্রাম চালু করা প্রয়োজন।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

বিশ্লেষকদের মতে, এই সহায়তা বাস্তবায়িত হলে তা শুধু রাজধানী নয়, সমগ্র দেশের উন্নয়ন কাঠামোতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ব্রিকস জোটের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

বাংলাদেশকে ব্রিকস ব্যাংকের এক বিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি, অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা 

আপডেট সময় ০২:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

 

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বড় ধরনের সম্ভাবনার দরজা খুলছে। বিশ্ব অর্থনীতির উদীয়মান শক্তি ব্রিকস জোটের সাংহাইভিত্তিক ঋণদাতা সংস্থা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) চলতি বছর বাংলাদেশের জন্য এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদনের পরিকল্পনা নিয়েছে।

মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এনডিবির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ। বৈঠকে তিনি জানান, ইতোমধ্যে ‘এক্সপ্যান্ডেড ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্ট প্রকল্প’-এর জন্য ৩২০ মিলিয়ন ডলার অনুমোদন দেওয়া হয়েছে। তবে দেশের অবকাঠামোগত ও অর্থনৈতিক চাহিদা বিবেচনায় রেখে এই অর্থায়ন তিন গুণেরও বেশি করার পরিকল্পনা রয়েছে তাদের।

বাংলাদেশের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নে এনডিবির সক্রিয় ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ইউনূস। তিনি বলেন, এই ধরনের সহায়তা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনাকে আরও বেগবান করতে পারে, বিশেষ করে সামাজিক অবকাঠামো এবং শ্রমিকদের জন্য আবাসন খাতে।

এনডিবি প্রতিনিধিরা জানান, দেশের গ্যাস খাতে বড় পরিসরে বিনিয়োগের পাশাপাশি, বেসরকারি খাতের সক্ষমতা বাড়াতেও তারা উল্লেখযোগ্য পরিমাণে ঋণ দিতে প্রস্তুত। পাশাপাশি, তারা এখন বহুমুদ্রায় ঋণ কার্যক্রম পরিচালনা করছে, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার জন্য সহায়ক হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, “বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে এনডিবির একটি দীর্ঘমেয়াদি কান্ট্রি স্ট্র্যাটেজি প্রোগ্রাম চালু করা প্রয়োজন।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

বিশ্লেষকদের মতে, এই সহায়তা বাস্তবায়িত হলে তা শুধু রাজধানী নয়, সমগ্র দেশের উন্নয়ন কাঠামোতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ব্রিকস জোটের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে।