ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হানিফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলা, সম্পদ বিবরণী চেয়ে আইনি নোটিশ বঙ্গোপসাগরে ভারতীয় দুই ট্রলারসহ ৩৪ জেলে আটক শুধু বাহক নয়, মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পরমাণু সংস্থার পরিদর্শকদের জুতার ভেতরে গুপ্তচর চিপ! দাবি ইরানের। ইউক্রেনে সেনা খসড়ায় স্বয়ংক্রিয় প্রযুক্তি: ১৭-২৫ বছরের তরুণদের জন্য পালানোর আর পথ নেই। রাশিয়ার “মেগা-অফেনসিভ” পরিকল্পনা, সঙ্গে থাকছে ৩০,০০০ উত্তর কোরিয়ান সেনা অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী বরখাস্ত আমাদের উজানের দেশ, তথ্য না দিলে বন্যার প্রস্তুতি নেওয়া কঠিন: পরিবেশ উপদেষ্টা সর্দি কাশি নিরাময়ে লবঙ্গের ৭টি স্বাস্থ্য উপকারিতা যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা

সারাদেশে চিরুনি অভিযান শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কঠোর পদক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারাদেশে চিরুনি অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৩ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে তিনি এই ঘোষণা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, মাদক চোরাচালান, মব সহিংসতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন থেকে চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান এবং চিরুনি তল্লাশি কার্যক্রম চালানো হবে।

তিনি বলেন, “জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোরভাবে দমন করবে সরকার। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এসব অভিযান সফল করা সম্ভব নয়। তাই সবাইকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।”

অপরাধ দমনে সরকারের এই সিদ্ধান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন সজাগ থাকবে, তেমনি জনগণের মধ্যেও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে রোববারই একটি গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্তে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি’ ক্ষমতা আরও দুই মাসের জন্য বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনের আওতায় আগামী ৬০ দিন পর্যন্ত সারাদেশে সেনাবাহিনীর কর্মকর্তা পর্যায়ে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা প্রয়োগ করা যাবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে চলমান অপরাধ পরিস্থিতির নিরসনে এই ধরনের চিরুনি অভিযান কার্যকর ভূমিকা রাখবে। অপরাধীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণে সরকারের এই উদ্যোগ সাধুবাদ পাওয়ার মতো। পাশাপাশি, নিরপরাধ সাধারণ নাগরিক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকেও যথাযথ নজরদারি প্রয়োজন বলে মত দেন তারা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান চলবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে চিরুনি অভিযান শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কঠোর পদক্ষেপ

আপডেট সময় ০২:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারাদেশে চিরুনি অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৩ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে তিনি এই ঘোষণা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, মাদক চোরাচালান, মব সহিংসতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন থেকে চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান এবং চিরুনি তল্লাশি কার্যক্রম চালানো হবে।

তিনি বলেন, “জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোরভাবে দমন করবে সরকার। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এসব অভিযান সফল করা সম্ভব নয়। তাই সবাইকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।”

অপরাধ দমনে সরকারের এই সিদ্ধান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন সজাগ থাকবে, তেমনি জনগণের মধ্যেও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে রোববারই একটি গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্তে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি’ ক্ষমতা আরও দুই মাসের জন্য বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনের আওতায় আগামী ৬০ দিন পর্যন্ত সারাদেশে সেনাবাহিনীর কর্মকর্তা পর্যায়ে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা প্রয়োগ করা যাবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে চলমান অপরাধ পরিস্থিতির নিরসনে এই ধরনের চিরুনি অভিযান কার্যকর ভূমিকা রাখবে। অপরাধীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণে সরকারের এই উদ্যোগ সাধুবাদ পাওয়ার মতো। পাশাপাশি, নিরপরাধ সাধারণ নাগরিক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকেও যথাযথ নজরদারি প্রয়োজন বলে মত দেন তারা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান চলবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।