ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-সৌদি সম্পর্ক জোরদারে আগ্রহী রিয়াদ সুদানে আরএসএফ বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ৩০০ বেসামরিক মানুষ শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি, লেনদেনে সক্রিয়তা বাড়ছে ইউক্রেনে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা জেলেনস্কির ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরই: উপদেষ্টা রিজওয়ানা হাসান টঙ্গীতে ছিনতাই ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, আটক ৬০ যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না ইরান, আক্রমণের জবাবে প্রস্তুত: ইরানি প্রতিরক্ষামন্ত্রী ঢাবিতে নারী শিক্ষার্থী দিবস ও সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণা নারী প্রতিনিধিত্ব ও দ্বিকক্ষ নিয়ে সংসদে রাজনৈতিক ঐকমত্যে হয়নি: আলী রীয়াজ

রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 21

ছবি: সংগৃহীত

 

রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৮ মে) সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রফতানির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তাকে গ্রেপ্তার করতে কিছুটা সময় লেগেছে। তবে সরকার কোনো অপরাধীকে ছাড় দেবে না। আমরা চেষ্টা করছি—সব দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনো ধরনের আপস করা হবে না।”

অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা হিসেবেও বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “কৃষকদের উৎপাদনে উৎসাহ দিলে তারা আরও বেশি উৎপাদন করবে। কৃষকের উৎপাদন বৃদ্ধিই ভোক্তার কল্যাণে কাজে দেবে। এ সংযোগ স্থাপন করাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “আমাদের রফতানি বাড়াতে হবে, যাতে আমদানি নির্ভরতা কমে আসে। এবার আমের উৎপাদন গত বছরের তুলনায় অনেকটাই বেশি হয়েছে। এই ফল বিদেশে রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানান, আম রফতানি কার্যক্রম আরও গতিশীল করতে কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক প্যাকেজিং এবং আন্তর্জাতিক মান বজায় রাখার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার এ যৌথ বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি উন্নয়নের দিকে সরকারের নজর স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষকবান্ধব নীতির মাধ্যমে দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগের কথাও উঠে এসেছে তাদের বক্তব্যে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৮ মে) সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রফতানির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তাকে গ্রেপ্তার করতে কিছুটা সময় লেগেছে। তবে সরকার কোনো অপরাধীকে ছাড় দেবে না। আমরা চেষ্টা করছি—সব দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনো ধরনের আপস করা হবে না।”

অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা হিসেবেও বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “কৃষকদের উৎপাদনে উৎসাহ দিলে তারা আরও বেশি উৎপাদন করবে। কৃষকের উৎপাদন বৃদ্ধিই ভোক্তার কল্যাণে কাজে দেবে। এ সংযোগ স্থাপন করাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “আমাদের রফতানি বাড়াতে হবে, যাতে আমদানি নির্ভরতা কমে আসে। এবার আমের উৎপাদন গত বছরের তুলনায় অনেকটাই বেশি হয়েছে। এই ফল বিদেশে রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানান, আম রফতানি কার্যক্রম আরও গতিশীল করতে কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক প্যাকেজিং এবং আন্তর্জাতিক মান বজায় রাখার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার এ যৌথ বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি উন্নয়নের দিকে সরকারের নজর স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষকবান্ধব নীতির মাধ্যমে দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগের কথাও উঠে এসেছে তাদের বক্তব্যে।