০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

কুমিল্লায় কিশোর গ্যাং লিডার অস্ত্রসহ গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 42

ছবি সংগৃহীত

 

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে একটি কিশোর গ্যাংয়ের লিডার রুদ্র চন্দ্র দাস (২২)-কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (২৬ মে) সকাল ৭টার দিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিস সংলগ্ন রামঘাটলা এলাকা থেকে তাকে আটক করা হয়। রুদ্র কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার রামঘাটলা ৪৫/১ নম্বর বাড়ির বাসিন্দা। তার পিতার নাম স্বপন চন্দ্র দাস।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুদ্র স্বীকার করেছেন যে, তিনি এবং তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং গঠন করেছেন। তাদের দলে বর্তমানে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এই গ্যাং ভারতীয় সীমান্তপথে অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত এবং দেশে এসব অস্ত্র বিক্রি করে থাকে।

যৌথবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীর ইউনিটের বিশেষ অবৈধ অস্ত্র উদ্ধারকারী দল এই অভিযান পরিচালনা করে। কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র চক্রের বিরুদ্ধে এটি একটি গুরুত্বপূর্ণ সফলতা হিসেবে দেখা হচ্ছে।

অভিযানের পর আটক রুদ্র চন্দ্র দাসকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, “রুদ্রকে থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

এদিকে কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং এবং অবৈধ অস্ত্র বিস্তার নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছে, এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় কিশোর গ্যাং লিডার অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

 

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে একটি কিশোর গ্যাংয়ের লিডার রুদ্র চন্দ্র দাস (২২)-কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (২৬ মে) সকাল ৭টার দিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিস সংলগ্ন রামঘাটলা এলাকা থেকে তাকে আটক করা হয়। রুদ্র কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার রামঘাটলা ৪৫/১ নম্বর বাড়ির বাসিন্দা। তার পিতার নাম স্বপন চন্দ্র দাস।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুদ্র স্বীকার করেছেন যে, তিনি এবং তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং গঠন করেছেন। তাদের দলে বর্তমানে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এই গ্যাং ভারতীয় সীমান্তপথে অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত এবং দেশে এসব অস্ত্র বিক্রি করে থাকে।

যৌথবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীর ইউনিটের বিশেষ অবৈধ অস্ত্র উদ্ধারকারী দল এই অভিযান পরিচালনা করে। কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র চক্রের বিরুদ্ধে এটি একটি গুরুত্বপূর্ণ সফলতা হিসেবে দেখা হচ্ছে।

অভিযানের পর আটক রুদ্র চন্দ্র দাসকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, “রুদ্রকে থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

এদিকে কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং এবং অবৈধ অস্ত্র বিস্তার নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছে, এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।