ইশরাক ইস্যু বিচারাধীন, এই বিষয় নিয়ে আমাকে দোষারোপ করা সমীচীন নয়: সজীব ভূইয়া
- আপডেট সময় ০৪:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / 55
ইশরাক হোসেনের মেয়র হওয়া না হওয়ার বিষয়ে মামলা চলমান থাকায় এটি একটি আইনি জটিলতা হিসেবে উল্লেখ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেন, “বিচারাধীন বিষয় নিয়ে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা বা দোষারোপ করা সমীচীন নয়।”
মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দিনব্যাপী ‘যুব সমাবেশ ২০২৫’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “আদালতের রায় এবং আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইশরাক হোসেনের মেয়র ঘোষণার বিষয়ে।”
এর আগে যুব সমাবেশের উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা সজীব ভূইয়া বলেন, “বাংলাদেশের তরুণ সমাজ দেশের অগ্রযাত্রায় অন্যতম শক্তি। আমরা বিশ্বাস করি, এই বিশাল যুব জনগোষ্ঠীকে দক্ষতা ও সচেতনতায় কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন আরও দ্রুত হবে।”
তিনি জুলাই অভ্যুত্থানের উদাহরণ তুলে ধরে বলেন, “যেভাবে ঐক্যবদ্ধভাবে সবাই অংশগ্রহণ করেছিল, ঠিক তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও সবাইকে এগিয়ে আসতে হবে।”
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী মোশতাক জহির।
এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহফুজুর রহমান, অংশগ্রহণকারী যুব প্রতিনিধি এবং পুরস্কারপ্রাপ্ত যুব প্রতিনিধিরাও অনুষ্ঠানে বক্তব্য দেন।
উল্লেখ্য, সরকারের বিভিন্ন যুব উন্নয়নমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তরুণদের অবহিত করতে এবারের যুব সমাবেশ আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৭০০ জন যুবক ও যুবনারী অংশগ্রহণ করেন।
























