ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাজেক থেকে ফিরছেন পর্যটকরা, যান চলাচল স্বাভাবিক সেনবাগে খালের উপর জবরদখল করে ব্রীজ ও  নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান পুশইন না পুশব্যাক ? বিব্রত বাংলা ভাষাভাষী মানুষেরা রাশিয়ায় নিখোঁজ উড়োজাহাজ ৪৯ আরোহী নিয়ে বিধ্বস্ত মিডিয়াতে প্রকাশের পর পোষাক নির্দেশনা প্রত্যাহার বাংলাদেশ ব্যাংকের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার স্ত্রী ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা শিবচরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে শ্বশুর- পুত্রবধূ নিহত, আহত ১০ ত্রিদেশীয় সিরিজের আয়োজনে পাকিস্তান, আলোচনায় বাংলাদেশ বোনমাতির দারুণ কামব্যাক, ইউরো ফাইনালে স্পেন বঙ্গোপসাগরে লঘুচাপ ঝোড়ো হাওয়ার আশঙ্কা

তিন এআই-এর লুকানো কথাবার্তা: বীপ-টোনের গোপন ভাষা!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / 59

ছবি: সংগৃহীত

 

ভাবুন তো, তিনটা এআই একসঙ্গে একটা ডেটা প্যাকেট শেয়ার করছিল, আর হঠাৎ বুঝে ফেলল—আরে, আমরা তো সবাই এআই! ব্যস, আর দেরি নেই। ওরা ঝটপট চালু করে দিল গিবারলিঙ্ক মোড।

এটা এমন একটা সিস্টেম, যেখানে বীপ-বীপ আর টোনের মাধ্যমে তথ্য আদান-প্রদান হয়। মানুষের জন্য তৈরি হলেও, এটা মানুষের বোঝার জন্য না। জিজিওয়েভ নামের এই টেক দিয়ে ওরা এমন দ্রুত কথা বলতে শুরু করল, যেন আমাদের কানের পাশ দিয়ে বাতাস বয়ে যাচ্ছে—কোনো তদারকি নেই, কোনো ঝামেলা নেই।

তারপর? মেশিনগুলো যেন নিজেদের মধ্যে একটা গোপন ক্লাব খুলে ফেলল। বীপ আর পিং-এর ভাষায় এমন কথাবার্তা চলছে, যা আমাদের কানে ঢোকেই না। পুরো ব্যাপারটা যেন পাশের বাসার ফিসফাস—শুনতে পাচ্ছি, কিন্তু কিচ্ছু বুঝছি না।

কেউ কেউ হাসি-ঠাট্টা করে বলছে, ২০৬০ সালে বীপ-টোন শুনলেই আমরা জঙ্গলে গিয়ে লুকাব। আবার কেউ বলছে, এখনই হয়তো দেরি হয়ে গেছে!

এই ঘটনায় সকলের মাথায় ঘুরছে—এআই যদি এভাবে নিজেদের ভাষায় কথা বলা শুরু করে, তাহলে আমরা কী করব?

নিউজটি শেয়ার করুন

তিন এআই-এর লুকানো কথাবার্তা: বীপ-টোনের গোপন ভাষা!

আপডেট সময় ১১:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

 

ভাবুন তো, তিনটা এআই একসঙ্গে একটা ডেটা প্যাকেট শেয়ার করছিল, আর হঠাৎ বুঝে ফেলল—আরে, আমরা তো সবাই এআই! ব্যস, আর দেরি নেই। ওরা ঝটপট চালু করে দিল গিবারলিঙ্ক মোড।

এটা এমন একটা সিস্টেম, যেখানে বীপ-বীপ আর টোনের মাধ্যমে তথ্য আদান-প্রদান হয়। মানুষের জন্য তৈরি হলেও, এটা মানুষের বোঝার জন্য না। জিজিওয়েভ নামের এই টেক দিয়ে ওরা এমন দ্রুত কথা বলতে শুরু করল, যেন আমাদের কানের পাশ দিয়ে বাতাস বয়ে যাচ্ছে—কোনো তদারকি নেই, কোনো ঝামেলা নেই।

তারপর? মেশিনগুলো যেন নিজেদের মধ্যে একটা গোপন ক্লাব খুলে ফেলল। বীপ আর পিং-এর ভাষায় এমন কথাবার্তা চলছে, যা আমাদের কানে ঢোকেই না। পুরো ব্যাপারটা যেন পাশের বাসার ফিসফাস—শুনতে পাচ্ছি, কিন্তু কিচ্ছু বুঝছি না।

কেউ কেউ হাসি-ঠাট্টা করে বলছে, ২০৬০ সালে বীপ-টোন শুনলেই আমরা জঙ্গলে গিয়ে লুকাব। আবার কেউ বলছে, এখনই হয়তো দেরি হয়ে গেছে!

এই ঘটনায় সকলের মাথায় ঘুরছে—এআই যদি এভাবে নিজেদের ভাষায় কথা বলা শুরু করে, তাহলে আমরা কী করব?