ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যথারীতি পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিবারের ধারাবাহিকতায় এবারও ঈদের দিন সকাল থেকে নির্ধারিত সময়ে একে একে জামাতগুলো অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। এতে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির হিসেবে থাকবেন মুয়াজ্জিন (অবসরপ্রাপ্ত) হাফেজ মো. আতাউর রহমান।
এরপর সকাল ৮টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত। ইমাম হিসেবে থাকবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান এবং মুকাব্বির থাকবেন প্রধান খাদেম মো. নাসিরউল্লাহ।
তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। তাঁর সঙ্গে মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।
সকাল ১০টায় শুরু হবে চতুর্থ জামাত, যেখানে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক মুশতাক আহমদ। মুকাব্বির হিসেবে থাকবেন মো. আলাউদ্দীন।
সবচেয়ে শেষ ও পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামের দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির থাকবেন খাদেম মো. রুহুল আমিন।
জরুরি প্রয়োজনে কিংবা কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন।
ঈদের জামাতগুলোকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে থাকবে ওজু ও পানির ব্যবস্থা, মেডিকেল সহায়তা, এবং স্বেচ্ছাসেবকদের দল।
এবারের ঈদুল ফিতর উদযাপন হোক শান্তি, ভ্রাতৃত্ব ও ধর্মীয় সৌহার্দ্যের মহামিলন।