ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সৌজন্য সাক্ষাৎ: সম্পর্ক জোরদারে গুরুত্ব বিশ্ববাজারে কমলো সয়াবিন-ক্যানোলা তেলের দাম, ঊর্ধ্বমুখী সানফ্লাওয়ার-পাম তেল এনআইডি ইস্যুতে ‘অপারেশনাল হল্ট’ স্থগিত, দাবি আদায়ে কঠোর হুঁশিয়ারি সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসা বন্ধ করেনি: ধর্ম উপদেষ্টা তুলসি গ্যাবার্ডের বক্তব্য বিভ্রান্তিকর ও গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা তুলসী গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করবে না : অর্থ উপদেষ্টা হাইকোর্টের স্থগিতাদেশে আটকে গেল নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া মোবাইল ব্যাংকিংয়ে নতুন রেকর্ড, ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশ ঈদের সিনেমার হাওয়া: প্রশংসায় এগিয়ে ‘জংলি’ ও ‘দাগি’ পটুয়াখালীর নদ-নদীতে নাব্যতা সংকট, চরম ভোগান্তিতে উপকূলবাসী

সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসা বন্ধ করেনি: ধর্ম উপদেষ্টা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের নাগরিকদের জন্য সৌদি আরবের পক্ষ থেকে ওমরাহ ভিসা বন্ধ করার খবর সঠিক নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের ওমরাহ ভিসা বন্ধ করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত অডিও বার্তার মাধ্যমে ধর্ম সচিবকে নিশ্চিত করেছেন যে, সৌদি সরকার এমন কোনও সিদ্ধান্ত নেয়নি।’

তিনি আরও জানান, সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের ওমরাহ এজেন্সিগুলোকে সরাসরি সৌদির এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। এ ক্ষেত্রে কারও কোনও ধরনের বিভ্রান্ত হওয়ার কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।

ওমরাহ যাত্রীদের টিকিট এবং ভিসা-সংক্রান্ত সমস্যার বিষয়ে খালিদ হোসেন বলেন, ‘যেসব যাত্রী বিমানের টিকিট কেটেও ওমরাহ করতে যাচ্ছেন না, বাংলাদেশ বিমান নিয়ম অনুযায়ী তাদের টাকা ফেরত দেবে। অন্যদিকে, সৌদি এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা রমজানে ওমরাহ করার জন্য আবেদন করেও ভিসা পাননি, তারা আগামী জুলাই মাসে যেতে পারবেন।’

ভিসা প্রদানের ক্ষেত্রে সৌদি দূতাবাসের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘ভিসা প্রদানে সৌদি দূতাবাস কোনও অনিয়ম করছে না। এবার বাংলাদেশের বিপুল সংখ্যক ওমরাহ যাত্রী সৌদি আরবে গেছেন। যাত্রীসংখ্যা অনেক বেড়ে যাওয়ায় সৌদি কর্তৃপক্ষ কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা স্বাভাবিক।’

এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তুলসি গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যে মন্তব্য করেছেন, সে প্রসঙ্গে খালিদ হোসেন বলেন, ‘বাংলাদেশে এমন ব্যাপক নির্যাতনের ঘটনা ঘটেনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘মাজারে হামলাসহ ধর্মীয় উগ্রপন্থীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। হিযবুত তাহরীরের মতো সংগঠনের কার্যক্রম বন্ধে সরকার ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে।

 

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৫০৩ বার পড়া হয়েছে

সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসা বন্ধ করেনি: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

 

বাংলাদেশের নাগরিকদের জন্য সৌদি আরবের পক্ষ থেকে ওমরাহ ভিসা বন্ধ করার খবর সঠিক নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের ওমরাহ ভিসা বন্ধ করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত অডিও বার্তার মাধ্যমে ধর্ম সচিবকে নিশ্চিত করেছেন যে, সৌদি সরকার এমন কোনও সিদ্ধান্ত নেয়নি।’

তিনি আরও জানান, সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের ওমরাহ এজেন্সিগুলোকে সরাসরি সৌদির এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। এ ক্ষেত্রে কারও কোনও ধরনের বিভ্রান্ত হওয়ার কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।

ওমরাহ যাত্রীদের টিকিট এবং ভিসা-সংক্রান্ত সমস্যার বিষয়ে খালিদ হোসেন বলেন, ‘যেসব যাত্রী বিমানের টিকিট কেটেও ওমরাহ করতে যাচ্ছেন না, বাংলাদেশ বিমান নিয়ম অনুযায়ী তাদের টাকা ফেরত দেবে। অন্যদিকে, সৌদি এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা রমজানে ওমরাহ করার জন্য আবেদন করেও ভিসা পাননি, তারা আগামী জুলাই মাসে যেতে পারবেন।’

ভিসা প্রদানের ক্ষেত্রে সৌদি দূতাবাসের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘ভিসা প্রদানে সৌদি দূতাবাস কোনও অনিয়ম করছে না। এবার বাংলাদেশের বিপুল সংখ্যক ওমরাহ যাত্রী সৌদি আরবে গেছেন। যাত্রীসংখ্যা অনেক বেড়ে যাওয়ায় সৌদি কর্তৃপক্ষ কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা স্বাভাবিক।’

এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তুলসি গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যে মন্তব্য করেছেন, সে প্রসঙ্গে খালিদ হোসেন বলেন, ‘বাংলাদেশে এমন ব্যাপক নির্যাতনের ঘটনা ঘটেনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘মাজারে হামলাসহ ধর্মীয় উগ্রপন্থীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। হিযবুত তাহরীরের মতো সংগঠনের কার্যক্রম বন্ধে সরকার ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে।