ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘের জুলাই অভ্যুত্থান রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল জারি রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর ১৭তম প্যাকেজের নিষেধাজ্ঞা: তুরস্ক সহ একাধিক দেশও এর অন্তর্ভুক্ত সুন্দরবন সুরক্ষায় নতুন কৌশলে বন বিভাগ, ফাঁদ জমা দিলে মিলছে পুরস্কার ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সংলাপে আহ্বান নতুন পোপ লিও চতুর্দশের ভিসা সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী কমেছে, কমেছে রাজস্ব আয় মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

ফ্রান্সের গোয়েন্দা সহযোগিতা: ইউক্রেনের নিরাপত্তা জোরদার করার উদ্যোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 39

ছবি সংগৃহীত

 

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে সমস্ত ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দিয়েছে, যা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে। এ অবস্থায় ফ্রান্স ইউক্রেনের পাশে দাঁড়িয়ে সামরিক গোয়েন্দা তথ্য প্রদান করছে। বৃহস্পতিবার (৬ মার্চ) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু জানিয়েছেন, ফ্রান্স ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করছে। যুক্তরাষ্ট্রের তথ্য বিনিময় বন্ধ করার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে মিলিত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সেখানে উপস্থিত ছিলেন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বৈঠকের আগে বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা “আগামীতে চূড়ান্ত পদক্ষেপ নেবে।”

এছাড়া, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সাহায্য প্রদান বদলানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ম্যাক্রোঁ। তিনি বলেন, “ইউরোপের ভবিষ্যৎ ওয়াশিংটন বা মস্কোতে বসে নির্ধারণ করা যাবে না।”

প্রসঙ্গত, গত সপ্তাহে হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত আলোচনা হওয়ার পর, এই সপ্তাহের শুরুতে কিয়েভের জন্য সামরিক সাহায্য বাতিল করেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট। পরবর্তীতে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ জানান, যুক্তরাষ্ট্র কিয়েভের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করেছে। ২০২২ সালে যুদ্ধ শুরু থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে উল্লেখযোগ্য পরিমাণে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে, যার মধ্যে রুশ বাহিনীকে নিশানা করতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সের গোয়েন্দা সহযোগিতা: ইউক্রেনের নিরাপত্তা জোরদার করার উদ্যোগ

আপডেট সময় ১১:২৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

 

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে সমস্ত ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দিয়েছে, যা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে। এ অবস্থায় ফ্রান্স ইউক্রেনের পাশে দাঁড়িয়ে সামরিক গোয়েন্দা তথ্য প্রদান করছে। বৃহস্পতিবার (৬ মার্চ) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু জানিয়েছেন, ফ্রান্স ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করছে। যুক্তরাষ্ট্রের তথ্য বিনিময় বন্ধ করার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে মিলিত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সেখানে উপস্থিত ছিলেন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বৈঠকের আগে বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা “আগামীতে চূড়ান্ত পদক্ষেপ নেবে।”

এছাড়া, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সাহায্য প্রদান বদলানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ম্যাক্রোঁ। তিনি বলেন, “ইউরোপের ভবিষ্যৎ ওয়াশিংটন বা মস্কোতে বসে নির্ধারণ করা যাবে না।”

প্রসঙ্গত, গত সপ্তাহে হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত আলোচনা হওয়ার পর, এই সপ্তাহের শুরুতে কিয়েভের জন্য সামরিক সাহায্য বাতিল করেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট। পরবর্তীতে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ জানান, যুক্তরাষ্ট্র কিয়েভের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করেছে। ২০২২ সালে যুদ্ধ শুরু থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে উল্লেখযোগ্য পরিমাণে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে, যার মধ্যে রুশ বাহিনীকে নিশানা করতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে।