ট্রাম্পের জনপ্রিয়তায় ধস: ৫৭% মার্কিনির মত, ট্রাম্প ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন
মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয় নিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। তবে দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই তার জনপ্রিয়তা কমতে শুরু করেছে। ব্যাপক সংস্কার ও বিতর্কিত সিদ্ধান্তের ফলে অনেক মার্কিনি মনে করছেন, তিনি ক্ষমতার সীমা অতিক্রম করছেন।
ওয়াশিংটন পোস্ট ও ইপসোস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৫৭ শতাংশ মার্কিনি মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন। মাত্র এক মাসেই তার প্রতি সমর্থনের হার কমে দাঁড়িয়েছে ৪৫ শতাংশে, যেখানে ৫৩ শতাংশ ভোটার তাকে সমর্থন করছে না।
প্রশাসনের কার্যক্রম নিয়েও দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জরিপ অনুযায়ী, ৪৩ শতাংশ মার্কিনি ট্রাম্প প্রশাসনের নীতিকে সমর্থন করলেও ৪৮ শতাংশ এর বিরোধিতা করছে। এর মধ্যে ৩৭ শতাংশ প্রবলভাবে তার নীতির বিরোধিতা করছে, আর ২৭ শতাংশ তাকে জোরালোভাবে সমর্থন দিচ্ছে।
দলীয় সমর্থনে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। রিপাবলিকানদের ৯০ শতাংশ ট্রাম্পকে সমর্থন জানালেও, ডেমোক্র্যাটদের ৯০ শতাংশই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। স্বতন্ত্র ভোটারদের মধ্যেও বিভক্তি স্পষ্ট। প্রায় এক-তৃতীয়াংশ তার পদক্ষেপের পক্ষে থাকলেও, অর্ধেকের বেশি বিরোধিতা করছে।
ক্ষমতায় এসে অভিবাসন নীতি থেকে শুরু করে অর্থনৈতিক সংস্কারসহ একাধিক ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। তার নীতিগুলো যেমন এক পক্ষকে সন্তুষ্ট করছে, তেমনি অন্য পক্ষের তীব্র সমালোচনা কুড়াচ্ছে। বিশেষ করে নির্বাহী আদেশের মাধ্যমে নেওয়া সিদ্ধান্তগুলো তাকে আরও বিতর্কিত করছে।
বিশ্লেষকরা বলছেন, প্রথম দফার তুলনায় এবার ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে পথচলা কঠিন হতে পারে। বিরোধীরা যেভাবে সংগঠিত হচ্ছে এবং সাধারণ জনগণের মধ্যে যেভাবে মতভেদ তৈরি হয়েছে, তাতে তার সামনের দিনগুলো আরও চ্যালেঞ্জের হতে পারে।