শিরোনাম :
পুতিনের সঙ্গে চুক্তি করলে চীন হবে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো চুক্তি করেন, তাহলে চীন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
দ্বিতীয়বারের মতো ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণ করে রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমাতে চেষ্টা করে চলেছেন।
এতে একদিকে পুতিন ইউক্রেনে আরও মনোযোগ দিতে সুযোগ পাবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাদের কৌশল পরিবর্তন করে চীনকে মোকাবেলায় মনোযোগী হতে পারবে।
এর ফলে বৈশ্বিক জোটগুলোর বিন্যাস বদলে যেতে পারে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক তৎপরতা ও নিষেধাজ্ঞার মাধ্যমে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর চাপ বৃদ্ধি পেতে পারে।
পরিস্থিতির ওপর চীনের প্রতিক্রিয়াই হবে ভবিষ্যৎ বৈশ্বিক রাজনীতির মূল নির্ধারক।