ফ্রান্সের পারমাণবিক অপরাধের দায় স্বীকারের দাবি আলজেরিয়ার
আলজেরিয়া ১৯৬০-এর দশকে দেশটিতে ফ্রান্সের পরিচালিত পারমাণবিক পরীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করে, ফ্রান্সকে এই অপরাধের দায় স্বীকার করতে আহ্বান জানিয়েছে। আলজেরিয়ার দাবি, ফরাসি উপনিবেশিক শাসনকালে সাহারা মরুভূমিতে পরিচালিত এই পারমাণবিক বিস্ফোরণ ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করেছে, যার প্রভাব আজও দেশটির জনগণের ওপর পড়ছে।
১৯৬০ থেকে ১৯৬৬ সালের মধ্যে ফ্রান্স অন্তত ১৭টি পারমাণবিক পরীক্ষা চালায়, যার ফলে মারাত্মক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। এ পরীক্ষাগুলোর কারণে অনেক মানুষ ক্যানসারসহ নানা কঠিন রোগে আক্রান্ত হয়েছে এবং পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির প্রভাব এখনও কিছু এলাকায় দেখা যাচ্ছে।
আলজেরিয়া সরকার ফ্রান্সের কাছে আনুষ্ঠানিকভাবে এই অপরাধের স্বীকৃতি এবং ক্ষতিপূরণ দাবি করেছে। তারা মনে করে, ফ্রান্সকে দায় স্বীকার করে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার ও ক্ষতিপূরণ প্রদান করা উচিত।
এদিকে, ফ্রান্স এই ইস্যুতে সরাসরি দায় স্বীকার করেনি, তবে অতীতে কিছুটা দুঃখ প্রকাশ করেছে। আনুষ্ঠানিক ক্ষমা বা ক্ষতিপূরণ নিয়ে দেশটির অবস্থান স্পষ্ট হয়নি।
বিশ্লেষকদের মতে, এই ইস্যুটি দুই দেশের সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আলজেরিয়া এর আগেও ঐতিহাসিক অন্যায়ের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে, যা ভবিষ্যতে আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে।