শিরোনাম :
তুরস্কের ইইউ সদস্যপদে ‘নতুন অগ্রগতির’ ইঙ্গিত দিলেন হাকান ফিদান
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১১:৪৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 55
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, জার্মান চ্যান্সেলর মের্জের মন্তব্যের পর ইইউ-তে তুরস্কের যোগদান প্রক্রিয়ায় “নতুন অগ্রগতি” দেখা যেতে পারে।
তিনি জানান, জার্মানির সমর্থন ইইউ–তুরস্ক আলোচনায় একটি নতুন রাজনৈতিক ইচ্ছার সংকেত দিচ্ছে।
ফিদান আরও বলেন:
ইইউ এখন নিরাপত্তা ইস্যুতে বড় ধরনের গুরুত্ব দিচ্ছে।
এতে রয়েছে ১৫০ বিলিয়ন ইউরোর প্রতিরক্ষা তহবিল এবং ৮০০ বিলিয়ন ইউরোর আর্থিক প্যাকেজ।
তুরস্কের অবকাঠামো এখন ইউরোপের সমমানের, এবং এর বেশিরভাগই ইইউ সহায়তা ছাড়াই নির্মিত।
সাইপ্রাস বিষয়ে ফিদান পরিষ্কারভাবে জানান, তুর্কি সাইপ্রিয়টরা “দ্বিতীয় শ্রেণির নাগরিকত্ব” কখনোই মেনে নেবে না।
তিনি বলেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানই দ্বীপে সবচেয়ে স্থিতিশীল বিকল্প।


















