ট্রাম্পের উপস্থিতিতে সিনারকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ

- আপডেট সময় ১০:৫৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 25
চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলে দুটি শিরোপা জিতেছিলেন ইয়ানিক সিনার। ফাইনালে নামার আগে এক নম্বর টেনিস তারকাও ছিলেন তিনি। তবে ইউএস ওপেনের শিরোপা লড়াইয়ে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজের সামনে দাঁড়াতেই পারলেন না সিনার। সোমবার নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে চার সেটের লড়াইয়ে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে জিতে চ্যাম্পিয়ন হলেন আলকারাজ।
ফাইনাল ঘিরে বাড়তি আলোচনার কারণ ছিল দর্শকসারিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি। তাঁর পাশাপাশি ছিলেন রকস্টার ব্রুস স্প্রিংস্টিন, ফ্যাশন ডিজাইনার টমি হিলফিগার, অভিনেতা মাইকেল ডগলাস ও বাস্কেটবল তারকা স্টিফেন কারি।
ম্যাচে শুরু থেকেই দাপট দেখান আলকারাজ। প্রথম গেমেই সিনারের সার্ভিস ব্রেক করে এগিয়ে যান তিনি। প্রথম সেটে মাত্র দুটি আনফোর্সড এরর করেন এবং মারেন ১০টি দুর্দান্ত উইনার। যদিও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরান সিনার, কিন্তু তৃতীয় সেটে ফের ব্যাকফুটে চলে যান। ভুল বেড়ে যায়, হতাশায় র্যাকেট ছুড়ে ফেলেন তিনি। শেষ সেটে সর্বোচ্চ চেষ্টা করেও পারেননি আলকারাজকে আটকাতে।
জয়ের পর বিশেষ ভঙ্গিতে ‘গলফ সুইং’ উদযাপন করেন ২২ বছর বয়সী আলকারাজ। এ জয়ের ফলে সেপ্টেম্বর ২০২৩-এর পর আবারও বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে ফিরলেন তিনি। সিনারের টানা ৬৫ সপ্তাহের শীর্ষস্থানও এর মাধ্যমে শেষ হলো। বর্তমানে তাঁর গ্র্যান্ড স্লাম শিরোপার সংখ্যা দাঁড়াল ছয়টিতে।