রাশিয়ায় দশকের শক্তিশালী ভূমিকম্প, জাপান-হাওয়াইয়ে সুনামির আশঙ্কা

- আপডেট সময় ১১:০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / 4
রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই রাশিয়া, জাপান ও হাওয়াইসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক দশকের মধ্যে এটাই ওই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।
বুধবার (৩০ জুলাই) ভোরে রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে কম্পনটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে এবং এটি অগভীর স্তরে সংঘটিত হয়েছে, যা ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে তোলে।
ভূমিকম্পের পর কামচাটকা উপকূলে সৃষ্ট সুনামির ঢেউ ৩ থেকে ৪ মিটার (১০ থেকে ১৩ ফুট) উচ্চতায় উপকূলে আঘাত হানে। এতে কিছু এলাকায় অবকাঠামোগত ক্ষতির খবর মিলেছে। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানান, ভূমিকম্পে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে একটি কিন্ডারগার্টেন স্কুল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
জাপানে ভূমিকম্পের পর উপকূলীয় অঞ্চলের জন্য তিন মিটার পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে এবং সাখালিন অঞ্চলের সেভেরো-কুরিলস্ক শহরের বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় গভর্নর।
উল্লেখ্য, রাশিয়ার কামচাটকা উপদ্বীপ ‘প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার’-এর অংশ, যা পৃথিবীর ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। এখানে আগ্নেয়গিরি ও ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে।
চলমান সতর্কতা কার্যক্রমের পাশাপাশি, কর্তৃপক্ষ সম্ভাব্য সুনামির ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে রয়েছে।