ডব্লিউটিওতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ভারত

- আপডেট সময় ০৪:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 4
বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ভারত। ভারতের দাবি, আমেরিকা যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, তা দেশটির প্রায় ২.৮৯ বিলিয়ন ডলারের রপ্তানি খাতে সরাসরি প্রভাব ফেলছে। এই তথ্য প্রকাশ করা হয়েছে ভারতের একটি সরকারি বিজ্ঞপ্তিতে, যা উদ্ধৃত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের বাণিজ্যে যুক্তরাষ্ট্রের শুল্কের বিরূপ প্রভাবের সমতুল্য সুবিধা স্থগিত রাখার অধিকার দেশটি সংরক্ষণ করছে। এর অর্থ, প্রয়োজন হলে ভারতও সমপরিমাণ শুল্ক আরোপ করতে পারবে।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বর্তমানে যে পরিমাণ শুল্ক আদায় করছে, তার পরিমাণ প্রায় ৭২৫ মিলিয়ন ডলার। ভারত সমপরিমাণ শুল্ক আমেরিকান পণ্যের ওপর আরোপ করবে বলে জানিয়েছে। তবে ঠিক কোন হারে বা কোন কোন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে, তা এখনো স্পষ্ট করেনি ভারত।
এদিকে, ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনার জন্য ৯ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ওই সময়ের মধ্যে সমঝোতা না হলে ভারত থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর ২৬ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প প্রশাসনের দাবি, ভারত যেন তাদের উচ্চ শুল্ক হার কমায় এবং কৃষি ও দুগ্ধপণ্য বাজার উন্মুক্ত করে। তবে যুক্তরাষ্ট্রের এই দাবির ব্যাপারে ভারত এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, ভারতীয় গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর মার্কিন শুল্কের কারণে ভারতের রপ্তানি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। আর এর জবাবে ভারতের পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।
বাণিজ্য পর্যবেক্ষকদের মতে, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। নতুন করে পাল্টা শুল্কের ঘোষণা ও কড়া হুঁশিয়ারি বাণিজ্য আলোচনায় অনিশ্চয়তা তৈরি করছে। দুই দেশই শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করবে কি না, তা নিয়ে এখনো সংশয় রয়ে গেছে।