ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু

মার্কিন-ইসরাইলি জিম্মি মুক্ত, তবুও যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরাইল

ইসরাইল, গণহত্যা, জিম্মিমুক্তি, যুদ্ধবিরতি
  • আপডেট সময় ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 24

ছবি সংগৃহীত

 

গাজায় হামাসের হাতে ১৯ মাস আটক থাকার পর মুক্তি পেয়েছেন ইসরাইলি-মার্কিন দ্বৈত নাগরিক এডান আলেকজান্ডার। তবে তার মুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিবিসির খবরে বলা হয়েছে, ২১ বছর বয়সী এডান আলেকজান্ডার ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার সীমান্তে ইসরাইলি সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে হামাসের হাতে বন্দি হন। সোমবার (১২ মে) তার দেশে ফিরে আসার পথ সুগম করতে ইসরাইল কয়েক ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখে। পরে আবার অভিযান শুরু হয়।

হামাসের একজন শীর্ষস্থানীয় নেতা বিবিসিকে জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার অংশ হিসেবে এডানের মুক্তি দেয়া হয়েছে।

এডান আলেকজান্ডারকে হামাসের হাতে জীবিত থাকা শেষ মার্কিন নাগরিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। টেলিভিশনে সম্প্রচারিত এক দৃশ্যে দেখা যায়, তিনি ইসরাইলি একটি সামরিক ঘাঁটিতে তার পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে আবেগপ্রবণভাবে হাসছেন।

তার পরিবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরাইল সরকার এবং আলোচকদের ধন্যবাদ জানাই। এখন আমরা অবশিষ্ট ৫৮ জন জিম্মির মুক্তির জন্য সম্মিলিত প্রচেষ্টা দেখতে চাই।”

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, “গাজায় আমাদের সামরিক চাপ এবং ট্রাম্পের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এডানের মুক্তি সম্ভব হয়েছে।” তবে তিনি সাফ জানিয়ে দেন, “এই মুক্তির অর্থ কোনো যুদ্ধবিরতি নয়। গাজায় সামরিক অভিযান আরও তীব্রতর করা হবে।”

নেতানিয়াহুর কার্যালয় থেকেও জানানো হয়েছে, “ইসরাইল কোনো ধরনের যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়।”

এই ঘটনার মধ্যেই নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হলেও ইসরাইলের অবস্থান স্পষ্ট তারা হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবে।

 

নিউজটি শেয়ার করুন

মার্কিন-ইসরাইলি জিম্মি মুক্ত, তবুও যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরাইল

আপডেট সময় ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

 

গাজায় হামাসের হাতে ১৯ মাস আটক থাকার পর মুক্তি পেয়েছেন ইসরাইলি-মার্কিন দ্বৈত নাগরিক এডান আলেকজান্ডার। তবে তার মুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিবিসির খবরে বলা হয়েছে, ২১ বছর বয়সী এডান আলেকজান্ডার ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার সীমান্তে ইসরাইলি সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে হামাসের হাতে বন্দি হন। সোমবার (১২ মে) তার দেশে ফিরে আসার পথ সুগম করতে ইসরাইল কয়েক ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখে। পরে আবার অভিযান শুরু হয়।

হামাসের একজন শীর্ষস্থানীয় নেতা বিবিসিকে জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার অংশ হিসেবে এডানের মুক্তি দেয়া হয়েছে।

এডান আলেকজান্ডারকে হামাসের হাতে জীবিত থাকা শেষ মার্কিন নাগরিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। টেলিভিশনে সম্প্রচারিত এক দৃশ্যে দেখা যায়, তিনি ইসরাইলি একটি সামরিক ঘাঁটিতে তার পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে আবেগপ্রবণভাবে হাসছেন।

তার পরিবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরাইল সরকার এবং আলোচকদের ধন্যবাদ জানাই। এখন আমরা অবশিষ্ট ৫৮ জন জিম্মির মুক্তির জন্য সম্মিলিত প্রচেষ্টা দেখতে চাই।”

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, “গাজায় আমাদের সামরিক চাপ এবং ট্রাম্পের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এডানের মুক্তি সম্ভব হয়েছে।” তবে তিনি সাফ জানিয়ে দেন, “এই মুক্তির অর্থ কোনো যুদ্ধবিরতি নয়। গাজায় সামরিক অভিযান আরও তীব্রতর করা হবে।”

নেতানিয়াহুর কার্যালয় থেকেও জানানো হয়েছে, “ইসরাইল কোনো ধরনের যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়।”

এই ঘটনার মধ্যেই নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হলেও ইসরাইলের অবস্থান স্পষ্ট তারা হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবে।