০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

মার্কিন-ইসরাইলি জিম্মি মুক্ত, তবুও যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরাইল

ইসরাইল, গণহত্যা, জিম্মিমুক্তি, যুদ্ধবিরতি
  • আপডেট সময় ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 47

ছবি সংগৃহীত

 

গাজায় হামাসের হাতে ১৯ মাস আটক থাকার পর মুক্তি পেয়েছেন ইসরাইলি-মার্কিন দ্বৈত নাগরিক এডান আলেকজান্ডার। তবে তার মুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিবিসির খবরে বলা হয়েছে, ২১ বছর বয়সী এডান আলেকজান্ডার ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার সীমান্তে ইসরাইলি সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে হামাসের হাতে বন্দি হন। সোমবার (১২ মে) তার দেশে ফিরে আসার পথ সুগম করতে ইসরাইল কয়েক ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখে। পরে আবার অভিযান শুরু হয়।

বিজ্ঞাপন

হামাসের একজন শীর্ষস্থানীয় নেতা বিবিসিকে জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার অংশ হিসেবে এডানের মুক্তি দেয়া হয়েছে।

এডান আলেকজান্ডারকে হামাসের হাতে জীবিত থাকা শেষ মার্কিন নাগরিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। টেলিভিশনে সম্প্রচারিত এক দৃশ্যে দেখা যায়, তিনি ইসরাইলি একটি সামরিক ঘাঁটিতে তার পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে আবেগপ্রবণভাবে হাসছেন।

তার পরিবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরাইল সরকার এবং আলোচকদের ধন্যবাদ জানাই। এখন আমরা অবশিষ্ট ৫৮ জন জিম্মির মুক্তির জন্য সম্মিলিত প্রচেষ্টা দেখতে চাই।”

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, “গাজায় আমাদের সামরিক চাপ এবং ট্রাম্পের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এডানের মুক্তি সম্ভব হয়েছে।” তবে তিনি সাফ জানিয়ে দেন, “এই মুক্তির অর্থ কোনো যুদ্ধবিরতি নয়। গাজায় সামরিক অভিযান আরও তীব্রতর করা হবে।”

নেতানিয়াহুর কার্যালয় থেকেও জানানো হয়েছে, “ইসরাইল কোনো ধরনের যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়।”

এই ঘটনার মধ্যেই নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হলেও ইসরাইলের অবস্থান স্পষ্ট তারা হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবে।

 

নিউজটি শেয়ার করুন

মার্কিন-ইসরাইলি জিম্মি মুক্ত, তবুও যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরাইল

আপডেট সময় ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

 

গাজায় হামাসের হাতে ১৯ মাস আটক থাকার পর মুক্তি পেয়েছেন ইসরাইলি-মার্কিন দ্বৈত নাগরিক এডান আলেকজান্ডার। তবে তার মুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিবিসির খবরে বলা হয়েছে, ২১ বছর বয়সী এডান আলেকজান্ডার ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার সীমান্তে ইসরাইলি সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে হামাসের হাতে বন্দি হন। সোমবার (১২ মে) তার দেশে ফিরে আসার পথ সুগম করতে ইসরাইল কয়েক ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখে। পরে আবার অভিযান শুরু হয়।

বিজ্ঞাপন

হামাসের একজন শীর্ষস্থানীয় নেতা বিবিসিকে জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার অংশ হিসেবে এডানের মুক্তি দেয়া হয়েছে।

এডান আলেকজান্ডারকে হামাসের হাতে জীবিত থাকা শেষ মার্কিন নাগরিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। টেলিভিশনে সম্প্রচারিত এক দৃশ্যে দেখা যায়, তিনি ইসরাইলি একটি সামরিক ঘাঁটিতে তার পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে আবেগপ্রবণভাবে হাসছেন।

তার পরিবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরাইল সরকার এবং আলোচকদের ধন্যবাদ জানাই। এখন আমরা অবশিষ্ট ৫৮ জন জিম্মির মুক্তির জন্য সম্মিলিত প্রচেষ্টা দেখতে চাই।”

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, “গাজায় আমাদের সামরিক চাপ এবং ট্রাম্পের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এডানের মুক্তি সম্ভব হয়েছে।” তবে তিনি সাফ জানিয়ে দেন, “এই মুক্তির অর্থ কোনো যুদ্ধবিরতি নয়। গাজায় সামরিক অভিযান আরও তীব্রতর করা হবে।”

নেতানিয়াহুর কার্যালয় থেকেও জানানো হয়েছে, “ইসরাইল কোনো ধরনের যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়।”

এই ঘটনার মধ্যেই নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হলেও ইসরাইলের অবস্থান স্পষ্ট তারা হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবে।