ভারতীয় যুদ্ধবিমান রাফায়েল ভূপাতিত: শিরোনামে চীনা যুদ্ধবিমান

- আপডেট সময় ১০:৫২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / 14
ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চীনের তৈরি যুদ্ধবিমান জে-১০সি। রয়টার্স ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান পরিচালিত এই চীনা জেট কমপক্ষে দুটি ভারতীয় রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ ঘটনাকে চীনের সামরিক প্রযুক্তির বড় মাপের অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এই ঘটনার পর থেকেই মিসর ও আজারবাইজান জে-১০সি কিনতে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি চীন ব্রাজিলকে এ বিমান বিক্রির প্রস্তাবও দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এবারই প্রথমবার ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান চীনা প্রযুক্তির কাছে ধরাশায়ী হলো।
রয়টার্স জানিয়েছে, মার্কিন দুই কর্মকর্তা নিশ্চিত করেছেন, পাকিস্তান চীনের তৈরি জেট থেকে আকাশ-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য পিএল-১৫ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুইটি রাফায়েল ধ্বংস করেছে। একইসঙ্গে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানি বিমানবাহিনী একটি রাফায়েল জেট ভূপাতিত করেছে।
এই ঘটনাকে প্রথমবারের মতো চীনা উন্নত অস্ত্রব্যস্থার সরাসরি পশ্চিমা প্রযুক্তির বিরুদ্ধে ব্যবহারের গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী চীনের সামরিক প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ছে এবং অস্ত্রশিল্পে নতুন ভারসাম্য সৃষ্টি হচ্ছে।
চীনের জে-১০সি নির্মাতা চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ারবাজারে তাৎক্ষণিক প্রভাব পড়েছে। বুধবার শেয়ারের দাম ১৭ শতাংশ এবং বৃহস্পতিবার আরও ১৬.৩৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮০.৬৮ ইউয়ানে, যা এই প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ। ব্লুমবার্গ জানিয়েছে, দুই দিনে চেংডুর শেয়ার ৩৬ শতাংশ বেড়েছে।
এদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, তারা চীনা প্রযুক্তি ব্যবহার করে ২৫টি ইসরায়েলি হারোপ ড্রোনও ভূপাতিত করেছে। এই ড্রোনগুলো মার্কিন প্রযুক্তিনির্ভর হওয়ায় চীনা প্রতিরক্ষা সক্ষমতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
বিশ্লেষকরা বলছেন, পাক-অধিকৃত কাশ্মীরে সম্ভাব্য ভারতীয় হামলা মোকাবেলায় পাকিস্তান যে চীনা তৈরি জে-১০সি ও জেএফ-১৭ যুদ্ধবিমান মোতায়েন করেছে, তা এই শেয়ারের উত্থানের মূল কারণ।
অন্যদিকে, রাফায়েল ধ্বংসের খবরে বড় ধস দেখা দিয়েছে ফ্রান্সের দাসো এভিয়েশনের শেয়ারবাজারে। প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য ৩.৩ শতাংশের বেশি কমে গেছে। রাফায়েল বর্তমানে ফ্রান্স, ভারত, কাতার, মিসর, গ্রিস ও ক্রোয়েশিয়ার মতো ছয়টি দেশের কাছে রয়েছে।
চীনের জে-১০সি যুদ্ধবিমানের প্রথম উড্ডয়ন হয়েছিল ২৭ বছর আগে। এতদিনে এটি নিজেকে পশ্চিমা যেকোনো ফাইটার জেটের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রমাণ করেছে। বিশেষজ্ঞদের মতে, এই জেটের পিএল-১৫ ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে রাফায়েলের বিরুদ্ধে সফলতা চীনা সামরিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
সূত্র: ব্লুমবার্গ, টিআরটি গ্লোবাল, রয়টার্স।