যুদ্ধের নির্মমতা দেখতে ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির
রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তির আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধক্ষেত্রে বাস্তবতা না দেখলে সঠিক সিদ্ধান্ত নেয়া কঠিন এমন মন্তব্য করে তিনি ট্রাম্পকে সরেজমিনে ঘুরে দেখার আহ্বান জানান।
সম্প্রতি রাশিয়ার লাগাতার হামলায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ইউক্রেন। নারী ও শিশু সহ অসংখ্য বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। গত রোববার সুমি শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অনেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপরেই ওডেশা অঞ্চলে ড্রোন হামলা চালিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন।
রাশিয়ার দাবি, তারা কেবল সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে সুমি অঞ্চলে কোনো সামরিক ঘাঁটির অস্তিত্ব নেই বলে জানিয়েছে স্থানীয়রা। এ হামলাকে সরাসরি গণহত্যা বলে আখ্যায়িত করেছে ইউক্রেন সরকার।
নতুন এই আক্রমণের পর এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘এমন ধ্বংস আর মৃত্যু না দেখলে কেউ বুঝতে পারবে না যুদ্ধ কতটা ভয়ানক।’ ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সাধারণ মানুষের ক্ষতবিক্ষত দেহ, ধ্বংস হওয়া হাসপাতাল, গির্জা আর মৃত শিশুদের নিথর দেহ দেখতে আপনাকে ইউক্রেন আসতে হবে।’
এদিকে, ট্রাম্প হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলেও রাশিয়ার পক্ষ নিয়ে কিছুটা নমনীয় মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, ‘হয়তো এটা রাশিয়ার ভুল ছিল। তারা ইচ্ছাকৃতভাবে এটা করেনি।’ তবে ট্রাম্প এই মন্তব্যের পক্ষে কোনো প্রমাণ দেননি।
অন্যদিকে, বর্তমান যুদ্ধ পরিস্থিতির জন্য আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, বাইডেনের ব্যর্থ কূটনীতির ফলেই এই সংঘাত এত দূর গড়িয়েছে।
ইউক্রেনের চলমান সংকটে রাশিয়ার নিরবচ্ছিন্ন হামলা ও ট্রাম্পের অবস্থান নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, ট্রাম্প জেলেনস্কির আমন্ত্রণ গ্রহণ করেন কি না এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতা দেখে তার অবস্থানে কোনো পরিবর্তন আসে কি না।