০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে হুথি বাহিনীর অভিযান, আটক ২০ কর্মী হংকং বিমানবন্দরে বড় দুর্ঘটনা: সাগরে পড়ল কার্গো প্লেন, নিহত ২ কর্মী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের আগে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 52

ছবি সংগৃহীত

 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা সামনে এসেছে। এই আলোচনার পূর্ব মুহূর্তে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে মাস্কাটে অনুষ্ঠিতব্য আলোচনার সর্বশেষ অগ্রগতি গুরুত্ব পাবে।

এর আগে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত প্রথম দফার কথোপকথনে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র নিজেদের বার্তা বিনিময় করে। সরাসরি বৈঠক না হলেও, এই আলোচনা ‘ইতিবাচক’ ছিল বলে জানিয়েছেন কূটনৈতিক সূত্রগুলো। এই বৈঠকে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে আগামী শনিবার মাস্কাটে। যদিও এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম ও ইতালির পক্ষ থেকে বৈঠকের স্থান হিসেবে রোমের নাম উঠে এসেছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, আলোচনার সম্ভাবনা থাকলেও যুক্তরাষ্ট্রের হুমকি ও একতরফা নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “চাপ ও হুমকির মধ্যে সরাসরি কোনো আলোচনা সম্ভব নয়। যতক্ষণ এই অবস্থা চলবে, ততক্ষণ ইরান কোনো সরাসরি সংলাপে অংশ নেবে না।”

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরান দ্রুত সমঝোতায় না এলে তার দেশের সামরিক বাহিনী পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার পথ খোলা রাখবে। তেহরান অবশ্য শুরু থেকেই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং এটি যুদ্ধের অজুহাত হিসেবে ব্যবহার করছে পশ্চিমারা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাশিয়া, ইউরোপসহ অন্যান্য পক্ষের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি আলোচনার সম্ভাবনা এখনো নেই।

একের পর এক হুমকি, বার্তা বিনিময়, ও গোপন কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। দ্বিতীয় দফার এই আলোচনা কতটা সফল হবে, তা এখন সময়ই বলে দেবে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের আগে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা সামনে এসেছে। এই আলোচনার পূর্ব মুহূর্তে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে মাস্কাটে অনুষ্ঠিতব্য আলোচনার সর্বশেষ অগ্রগতি গুরুত্ব পাবে।

এর আগে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত প্রথম দফার কথোপকথনে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র নিজেদের বার্তা বিনিময় করে। সরাসরি বৈঠক না হলেও, এই আলোচনা ‘ইতিবাচক’ ছিল বলে জানিয়েছেন কূটনৈতিক সূত্রগুলো। এই বৈঠকে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে আগামী শনিবার মাস্কাটে। যদিও এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম ও ইতালির পক্ষ থেকে বৈঠকের স্থান হিসেবে রোমের নাম উঠে এসেছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, আলোচনার সম্ভাবনা থাকলেও যুক্তরাষ্ট্রের হুমকি ও একতরফা নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “চাপ ও হুমকির মধ্যে সরাসরি কোনো আলোচনা সম্ভব নয়। যতক্ষণ এই অবস্থা চলবে, ততক্ষণ ইরান কোনো সরাসরি সংলাপে অংশ নেবে না।”

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরান দ্রুত সমঝোতায় না এলে তার দেশের সামরিক বাহিনী পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার পথ খোলা রাখবে। তেহরান অবশ্য শুরু থেকেই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং এটি যুদ্ধের অজুহাত হিসেবে ব্যবহার করছে পশ্চিমারা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাশিয়া, ইউরোপসহ অন্যান্য পক্ষের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি আলোচনার সম্ভাবনা এখনো নেই।

একের পর এক হুমকি, বার্তা বিনিময়, ও গোপন কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। দ্বিতীয় দফার এই আলোচনা কতটা সফল হবে, তা এখন সময়ই বলে দেবে।