সৌদি আরবের নজর তুরস্কের কিজিলেলমা ড্রোনের দিকে
ছবি: সংগৃহিত
তুরস্কের প্রথম মানববিহীন যুদ্ধবিমান বায়রাকতার কিজিলেলমা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। আধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমানটি তাদের বিমানবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা করছে দেশটি।
বিশ্বজুড়ে মানব চালিত যুদ্ধবিমানের বিকল্প খোঁজার প্রবণতার মধ্যেই সৌদি আরব একটি অগ্রণী পদক্ষেপ হিসেবে এই উচ্চ-প্রযুক্তির ড্রোন যুক্ত করার উদ্যোগ নিয়েছে।
সৌদি আরব তাদের বিমানবাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আরও শক্তিশালী করতে চায়। সেই লক্ষ্যে তারা অন্তত একশো কিজিলেলমা সংগ্রহ করতে পারে।
কিজিলেলমার প্রতি সৌদি আরবের আগ্রহের পেছনে মূল কারণ হলো এর উন্নত প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং তুলনামূলক কম সরবরাহ সময়। যেখানে ইউরোফাইটার টাইফুন বা এফ-৩৫ সরবরাহ করতে ছয় বছরের বেশি সময় লাগে, সেখানে কিজিলেলমা মাত্র এক থেকে দুই বছরের মধ্যেই সরবরাহ করা সম্ভব।
চলতি বছরের জুলাই মাসে, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ এবং তার প্রতিনিধি দল তুরস্কের ওজদেমির বায়রাকতার ন্যাশনাল টেকনোলজি সেন্টার সফর করেন। সেখানে তারা কিজিলেলমার নকশা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন।