০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি

ইসরায়েলি আগ্রাসনের মাঝেও লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 63

ছবি সংগৃহীত

 

ইসরায়েলের লাগাতার হামলার উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই লেবাননে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এডওয়ার্ড গ্যাব্রিয়েল। এই বৈঠকে লেবাননের সরকারকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে এবং জরুরি সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে।

যুক্তরাষ্ট্র আশা করছে, লেবানন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। এর বিনিময়ে দেশটির আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছে তারা। বৈঠকে প্রেসিডেন্ট আউন জোর দিয়ে বলেন, লেবাননের ভেতরে কোনো অনিয়ন্ত্রিত অস্ত্রধারী গোষ্ঠীর জায়গা নেই। রাষ্ট্রীয় কাঠামোর বাইরের শক্তি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিজ্ঞাপন

আউন বলেন, “লেবাননের জন্য নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে হাঁটতে হলে জাতীয় নিরাপত্তা কৌশল তৈরি এখন সময়ের দাবি।” তিনি জানান, সরকার খুব শিগগির এই উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।

একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান, ইসরায়েল যেন পাঁচটি সীমান্ত পয়েন্ট থেকে সেনা প্রত্যাহার করে। আউনের মতে, এসব জায়গায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে এবং শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

অন্যদিকে, মার্কিন প্রতিনিধি গ্যাব্রিয়েল প্রেসিডেন্ট আউনের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি জানান, লেবাননের সেনাবাহিনীর কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয় এবং যুক্তরাষ্ট্র লেবাননকে সহায়তা দিতে প্রস্তুত। তিনি বলেন, “আপনার নেতৃত্বে অনেক অগ্রগতি হয়েছে, তবে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি। এসব যত দ্রুত সম্পন্ন হবে, তত দ্রুত আমরা সাহায্যের হাত বাড়াতে পারব।” তিনি আরও জানান, আসন্ন বছরে কংগ্রেসে একটি আর্থিক সহায়তা বিল উত্থাপনের প্রস্তুতি চলছে।

এর আগে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ডেপুটি দূত মরগান ওর্টাগাসের সাম্প্রতিক সফরের বিষয়ে আলোচনায় আউন সাক্ষাৎ করেন লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে।

এদিকে, দক্ষিণ লেবাননে সোমবার ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হন। ইসরায়েলি বাহিনীর দাবি, নিহত ব্যক্তি হিজবুল্লাহর আর্টিলারি সিস্টেমের একজন কমান্ডার ছিলেন। হিজবুল্লাহ পরে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করে মোহাম্মদ আদনান মনসুর।

সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে, আর তার মাঝেই জটিল হয়ে উঠছে লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতি।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি আগ্রাসনের মাঝেও লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল

আপডেট সময় ১১:৩০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

 

ইসরায়েলের লাগাতার হামলার উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই লেবাননে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এডওয়ার্ড গ্যাব্রিয়েল। এই বৈঠকে লেবাননের সরকারকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে এবং জরুরি সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে।

যুক্তরাষ্ট্র আশা করছে, লেবানন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। এর বিনিময়ে দেশটির আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছে তারা। বৈঠকে প্রেসিডেন্ট আউন জোর দিয়ে বলেন, লেবাননের ভেতরে কোনো অনিয়ন্ত্রিত অস্ত্রধারী গোষ্ঠীর জায়গা নেই। রাষ্ট্রীয় কাঠামোর বাইরের শক্তি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিজ্ঞাপন

আউন বলেন, “লেবাননের জন্য নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে হাঁটতে হলে জাতীয় নিরাপত্তা কৌশল তৈরি এখন সময়ের দাবি।” তিনি জানান, সরকার খুব শিগগির এই উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।

একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান, ইসরায়েল যেন পাঁচটি সীমান্ত পয়েন্ট থেকে সেনা প্রত্যাহার করে। আউনের মতে, এসব জায়গায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে এবং শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

অন্যদিকে, মার্কিন প্রতিনিধি গ্যাব্রিয়েল প্রেসিডেন্ট আউনের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি জানান, লেবাননের সেনাবাহিনীর কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয় এবং যুক্তরাষ্ট্র লেবাননকে সহায়তা দিতে প্রস্তুত। তিনি বলেন, “আপনার নেতৃত্বে অনেক অগ্রগতি হয়েছে, তবে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি। এসব যত দ্রুত সম্পন্ন হবে, তত দ্রুত আমরা সাহায্যের হাত বাড়াতে পারব।” তিনি আরও জানান, আসন্ন বছরে কংগ্রেসে একটি আর্থিক সহায়তা বিল উত্থাপনের প্রস্তুতি চলছে।

এর আগে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ডেপুটি দূত মরগান ওর্টাগাসের সাম্প্রতিক সফরের বিষয়ে আলোচনায় আউন সাক্ষাৎ করেন লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে।

এদিকে, দক্ষিণ লেবাননে সোমবার ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হন। ইসরায়েলি বাহিনীর দাবি, নিহত ব্যক্তি হিজবুল্লাহর আর্টিলারি সিস্টেমের একজন কমান্ডার ছিলেন। হিজবুল্লাহ পরে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করে মোহাম্মদ আদনান মনসুর।

সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে, আর তার মাঝেই জটিল হয়ে উঠছে লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতি।