দেশজুড়ে ডেঙ্গুতে আরও এক মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪১৬ জন

- আপডেট সময় ০৬:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 1
দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে ৪১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশালের হাসপাতালগুলোতে। এসময় বরিশালে ১৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৯৪ জন রোগী। ঢাকার বাইরে, সিটি করপোরেশন বাদে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৫ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৪ জন। মৃত্যুর তালিকায় ২৪ জন পুরুষ এবং ২০ জন নারী রয়েছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ইতিমধ্যে ১১ হাজার ৯৮ জনে পৌঁছেছে।
বিশেষজ্ঞদের মতে, বর্ষাকাল শুরু হওয়ার পর মশার বিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখতে, মশারি ব্যবহার করতে এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বিভিন্ন সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসনকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে পরিচ্ছন্নতা অভিযান চালানো এবং মশা নিধন কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্তদের বেশিরভাগই জ্বর, শরীরে ব্যথা, মাথাব্যথা ও রক্তে প্লাটিলেট কমে যাওয়ার সমস্যায় ভুগছেন। তাই রোগের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ পুনরায় মনে করিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।