১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

ব্রাজিলকে রেকর্ড ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল আর্জেন্টিনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 97

ছবি সংগৃহীত

 

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কাল রাতে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন বিশাল ব্যবধানের হার ব্রাজিল সমর্থকদের জন্য বড় ধাক্কা। তবে কেউ কেউ বলছেন, অন্তত সাত গোল তো হজম করতে হয়নি! তাতে হয়তো ফিরতে পারত সেই দুঃস্বপ্ন ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে হার।

২০১৪ সালের সেই ‘সেভেন আপ’-এর কথা মনে রেখে অনেকে খানিকটা হাঁফ ছেড়ে বাঁচার চেষ্টা করলেও, বাস্তবতা হচ্ছে, ৬ গোলের এই হার ব্রাজিল ফুটবলে ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ৭১ বছরের ইতিহাসে এত বড় ব্যবধানে ব্রাজিল কখনো হারেনি। তিন গোলের বেশি ব্যবধানে হারও ছিল একসময় অবিশ্বাস্য ব্যাপার।

বিজ্ঞাপন

এর আগে কোনো দল এই প্রতিযোগিতায় ৬-০ ব্যবধানে হেরেছিল ২০১৩ সালে, যখন কলম্বিয়া বলিভিয়ার জালে ৬ গোল দিয়েছিল। তবে ব্রাজিলের ক্ষেত্রে এমন হার তাদের ফুটবল ঐতিহ্যের জন্য বড় আঘাত।

ব্রাজিলের জন্য যেটি সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক, সেটিই আর্জেন্টিনার জন্য গর্বের। জাতীয় দলের সব স্তর মিলিয়ে ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা, যা এতদিন ছিল তাদের সবচেয়ে বড় জয়। এবার সেই রেকর্ড নতুন করে লিখেছেন ক্লদিও এচেভেরিরা।

 

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলকে রেকর্ড ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল আর্জেন্টিনা

আপডেট সময় ১১:২৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

 

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কাল রাতে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন বিশাল ব্যবধানের হার ব্রাজিল সমর্থকদের জন্য বড় ধাক্কা। তবে কেউ কেউ বলছেন, অন্তত সাত গোল তো হজম করতে হয়নি! তাতে হয়তো ফিরতে পারত সেই দুঃস্বপ্ন ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে হার।

২০১৪ সালের সেই ‘সেভেন আপ’-এর কথা মনে রেখে অনেকে খানিকটা হাঁফ ছেড়ে বাঁচার চেষ্টা করলেও, বাস্তবতা হচ্ছে, ৬ গোলের এই হার ব্রাজিল ফুটবলে ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ৭১ বছরের ইতিহাসে এত বড় ব্যবধানে ব্রাজিল কখনো হারেনি। তিন গোলের বেশি ব্যবধানে হারও ছিল একসময় অবিশ্বাস্য ব্যাপার।

বিজ্ঞাপন

এর আগে কোনো দল এই প্রতিযোগিতায় ৬-০ ব্যবধানে হেরেছিল ২০১৩ সালে, যখন কলম্বিয়া বলিভিয়ার জালে ৬ গোল দিয়েছিল। তবে ব্রাজিলের ক্ষেত্রে এমন হার তাদের ফুটবল ঐতিহ্যের জন্য বড় আঘাত।

ব্রাজিলের জন্য যেটি সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক, সেটিই আর্জেন্টিনার জন্য গর্বের। জাতীয় দলের সব স্তর মিলিয়ে ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা, যা এতদিন ছিল তাদের সবচেয়ে বড় জয়। এবার সেই রেকর্ড নতুন করে লিখেছেন ক্লদিও এচেভেরিরা।