ব্রাজিলকে রেকর্ড ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল আর্জেন্টিনা
- আপডেট সময় ১১:২৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / 112
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কাল রাতে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন বিশাল ব্যবধানের হার ব্রাজিল সমর্থকদের জন্য বড় ধাক্কা। তবে কেউ কেউ বলছেন, অন্তত সাত গোল তো হজম করতে হয়নি! তাতে হয়তো ফিরতে পারত সেই দুঃস্বপ্ন ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে হার।
২০১৪ সালের সেই ‘সেভেন আপ’-এর কথা মনে রেখে অনেকে খানিকটা হাঁফ ছেড়ে বাঁচার চেষ্টা করলেও, বাস্তবতা হচ্ছে, ৬ গোলের এই হার ব্রাজিল ফুটবলে ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ৭১ বছরের ইতিহাসে এত বড় ব্যবধানে ব্রাজিল কখনো হারেনি। তিন গোলের বেশি ব্যবধানে হারও ছিল একসময় অবিশ্বাস্য ব্যাপার।
এর আগে কোনো দল এই প্রতিযোগিতায় ৬-০ ব্যবধানে হেরেছিল ২০১৩ সালে, যখন কলম্বিয়া বলিভিয়ার জালে ৬ গোল দিয়েছিল। তবে ব্রাজিলের ক্ষেত্রে এমন হার তাদের ফুটবল ঐতিহ্যের জন্য বড় আঘাত।
ব্রাজিলের জন্য যেটি সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক, সেটিই আর্জেন্টিনার জন্য গর্বের। জাতীয় দলের সব স্তর মিলিয়ে ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা, যা এতদিন ছিল তাদের সবচেয়ে বড় জয়। এবার সেই রেকর্ড নতুন করে লিখেছেন ক্লদিও এচেভেরিরা।
























