ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সামরিক শক্তি প্রদর্শনে শুরু হচ্ছে বৃহৎ মহড়া তাসমান সাগরে চীনের সামরিক মহড়া, উড়োজাহাজের রুট পরিবর্তন ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় হ্যাক: Bybit থেকে উধাও ১.৪৬ বিলিয়ন ডলার! রংপুরে সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সড়ক অবরোধ পেরুর শপিং সেন্টারে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪ সুনামগঞ্জে শিরনি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, ৩০ জন আহত পরিবেশ রক্ষাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা সুযোগ পেলে রাষ্ট্র পুনর্গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান তেঁতুল কাঠের ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেলের পুষ্টিগুণ, উপকারিতা ও চেনার উপায় ডিপিএলে ২০২৫ মৌসুমে নাম তুললেন সাকিব, তবে কি দেশে ফেরার ইঙ্গিত?

ফিলাডেলফিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত: বাড়ি-গাড়িতে আগুন

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত দুজন আরোহী ছিলেন। দুর্ঘটনাস্থল শহরের রুজভেল্ট মলের কাছে, যেখানে উড়োজাহাজটি ভেঙে পড়ার পর একটি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় এলাকায় প্রচণ্ড ঠান্ডা ছিল এবং বৃষ্টি হচ্ছিল, যা দৃশ্যমানতা কমিয়ে দেয়।

উড়োজাহাজটি নর্থইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করেছিল এবং মিসৌরির স্প্রিংফিল্ড-ব্রানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে যাচ্ছিল। তবে বিমানবন্দর ত্যাগের পরপরই এটি বিধ্বস্ত হয়।

এদিকে, এর মাত্র তিন দিন আগেই ওয়াশিংটন ডিসির আকাশে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ ঘটে। এতে ৬৭ জন আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০০৯ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা।

ফিলাডেলফিয়ার দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। পেনসিলভানিয়ার গভর্নর জোস সাপিরো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
৫২৭ বার পড়া হয়েছে

ফিলাডেলফিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত: বাড়ি-গাড়িতে আগুন

আপডেট সময় ১০:৩৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

 

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত দুজন আরোহী ছিলেন। দুর্ঘটনাস্থল শহরের রুজভেল্ট মলের কাছে, যেখানে উড়োজাহাজটি ভেঙে পড়ার পর একটি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় এলাকায় প্রচণ্ড ঠান্ডা ছিল এবং বৃষ্টি হচ্ছিল, যা দৃশ্যমানতা কমিয়ে দেয়।

উড়োজাহাজটি নর্থইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করেছিল এবং মিসৌরির স্প্রিংফিল্ড-ব্রানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে যাচ্ছিল। তবে বিমানবন্দর ত্যাগের পরপরই এটি বিধ্বস্ত হয়।

এদিকে, এর মাত্র তিন দিন আগেই ওয়াশিংটন ডিসির আকাশে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ ঘটে। এতে ৬৭ জন আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০০৯ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা।

ফিলাডেলফিয়ার দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। পেনসিলভানিয়ার গভর্নর জোস সাপিরো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।