শিরোনাম :
মুন্সীগঞ্জে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ: ২ জন নিহত, আহত ১
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে নোঙর করা বাল্কহেডের সঙ্গে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কালীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গজারিয়ার গুয়াগাছিয়ার বাসিন্দা অদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)। গুরুতর আহত ব্যক্তিকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নৌপুলিশের সহকারী উপপরিদর্শক মো. আলামিন জানান, ঘন কুয়াশায় স্পিডবোটটি নোঙর করা বাল্কহেডকে দেখতে না পেয়ে এ দুর্ঘটনা ঘটে। স্পিডবোটে ১০-১২ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, প্রাথমিক তদন্তে কুয়াশার কারণে সংঘর্ষের কথা জানা গেছে। তবে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।