শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারাল ভারত

- আপডেট সময় ১১:০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 115
এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে যখন মনে হচ্ছিল জয় নিশ্চিত শ্রীলঙ্কার, তখনই ঘটে নাটকীয় মোড়। সুপার ওভারে ভারতের কাছে হার মেনে নিতে পারছিলেন না দলের কোচ সনাৎ জয়াসুরিয়া। ড্রেসিংরুমের বাইরে মনমরা হয়ে বসে ছিলেন এই লঙ্কান কিংবদন্তি।
দুবাইয়ে ভারতের দেওয়া ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২ ওভারে ১ উইকেটে ১৩৪ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। ৯ উইকেট হাতে রেখে ৪৮ বলে দরকার ছিল মাত্র ৬৯ রান। পাতুম নিশাঙ্কা ও কুশল পেরেরা গড়েন এশিয়া কাপ টি-টোয়েন্টির ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি ১২৭ রান।
নিশাঙ্কার সেঞ্চুরিতে দল জয়ের দোরগোড়ায় পৌঁছালেও শেষ ওভারে প্রয়োজনীয় ১২ রান তুলতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। ফলাফল দুই দলই ২০ ওভারে করে ২০২ রান, ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে মাত্র ২ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন অর্শদীপ সিং। এরপর ব্যাট হাতে নামেন সূর্যকুমার যাদব, প্রথম বলেই ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে নেন ৩ রান, ম্যাচ জিতে নেয় ভারত।
৭ চার ও ৬ ছক্কায় ৫৮ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পাতুম নিশাঙ্কা। এবারের এশিয়া কাপে তিনিই প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন। তবুও দলকে জেতাতে পারলেন না। তবুও তার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের হয়ে ফিফটি করেন অভিষেক শর্মা (৩৭ বলে ৬১)। তিলক বর্মা ৪৯* ও স্যামসন ৩৯ রানে অবদান রাখেন। সব মিলিয়ে ভারত স্কোরবোর্ডে তোলে ২০২ রান এবারের আসরে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ পার।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ভারত – ২০ ওভারে ২০২/৫
অভিষেক ৬১, তিলক ৪৯*, স্যামসন ৩৯
শানাকা ২/২৩, তিকশানা ১/৩৬
শ্রীলঙ্কা – ২০ ওভারে ২০২/৫
নিশাঙ্কা ১০৭, পেরেরা ৫৮
পান্ডিয়া ১/৭, কুলদীপ ১/৩১
সুপার ওভার:
শ্রীলঙ্কা: ২/২ (৫ বলে)
ভারত: ৩/০ (১ বলে)
এই জয়ের ফলে সুপার ফোরে টানা ছয় ম্যাচে জয় পেয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে ভারত। সেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। রোববার রাতের ফাইনালে এশিয়ার দুই পরাশক্তির লড়াই এখন সবচেয়ে প্রতীক্ষিত।