ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত : সালাহউদ্দিন পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা সুপ্রিম কোর্টে প্রবেশে ভোটার তালিকা হালনাগাদে সময়সীমা নির্ধারণ করলো ইসি নির্বাচন পর্যন্ত দেশজুড়ে চলবে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা চিরবিদায় নিলেন টিভি পর্দার জনপ্রিয় তারকা লনি অ্যান্ডারসন রাশিয়ায় আগুনের ভিডিও টিকটক করায় গ্রেপ্তার ৩ তরুণ-তরুণী গ্যাবনের কূটনীতিতে পরিবর্তন, তুরস্কের সঙ্গে ৮টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ায় কোচিং মিশনে যাচ্ছেন তালহা জুবায়ের বয়স বাড়ার সঙ্গে মানসিক চাপের পরিবর্তন: বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি “ইনজুরিতে ভুগছেন মেসি, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার আশঙ্কা”

“ইনজুরিতে ভুগছেন মেসি, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার আশঙ্কা”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 9

ছবি: সংগৃহীত

 

লিগ কাপে নেকাক্সার বিপক্ষে ইন্টার মিয়ামির জয় সত্ত্বেও দিনটি দুঃসংবাদ বয়ে এনেছে দলটির জন্য। ম্যাচের মাত্র ১১তম মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। আপাতত ধারণা করা হচ্ছে, অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন এই আর্জেন্টাইন মহাতারকা।

মিয়ামির প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়েছেন, ম্যাচ চলাকালে মেসি হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিলেন। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চোটের ধরন বা সুনির্দিষ্ট অনুপস্থিতির সময় জানানো হয়নি, তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ৩৭ বছর বয়সী মেসির চোট ততটা হালকা নয় এবং তাকে বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশ্চেরানো বলেন, ‘লিওর হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি হচ্ছিল। সে নিজেই নামতে চেয়েছে, ব্যথা খুব একটা ছিল না, তবে কোনো না কোনো সমস্যা হয়েছে সেটা নিশ্চিত। আগামীকাল পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি পুরোপুরি বোঝা যাবে। আমরা আশা করছি, এটি গুরুতর কিছু নয়।’

চোটের ফলে মেসি শুধু লিগ কাপ থেকেই ছিটকে যাচ্ছেন না, বরং আগস্ট মাসে মেজর লিগ সকারের (এমএলএস) অন্তত চারটি গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনুপস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ৬ আগস্ট মিয়ামি মুখোমুখি হবে পুমাস উনামের বিরুদ্ধে, যেখানে মেসির না থাকা নিশ্চিত।

মেসির সতীর্থ এবং দীর্ঘদিনের বন্ধু জর্ডি আলবা বলেন, ‘এটা আমাদের দলের জন্য একটা বড় ধাক্কা। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এখন চোটের কারণে মাঠের বাইরে। আমরা তার উপস্থিতির ওপর অনেকটা নির্ভর করি। আশা করছি দ্রুত সেরে উঠবে।’

বিষয় :

নিউজটি শেয়ার করুন

“ইনজুরিতে ভুগছেন মেসি, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার আশঙ্কা”

আপডেট সময় ০১:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

 

লিগ কাপে নেকাক্সার বিপক্ষে ইন্টার মিয়ামির জয় সত্ত্বেও দিনটি দুঃসংবাদ বয়ে এনেছে দলটির জন্য। ম্যাচের মাত্র ১১তম মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। আপাতত ধারণা করা হচ্ছে, অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন এই আর্জেন্টাইন মহাতারকা।

মিয়ামির প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়েছেন, ম্যাচ চলাকালে মেসি হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিলেন। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চোটের ধরন বা সুনির্দিষ্ট অনুপস্থিতির সময় জানানো হয়নি, তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ৩৭ বছর বয়সী মেসির চোট ততটা হালকা নয় এবং তাকে বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশ্চেরানো বলেন, ‘লিওর হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি হচ্ছিল। সে নিজেই নামতে চেয়েছে, ব্যথা খুব একটা ছিল না, তবে কোনো না কোনো সমস্যা হয়েছে সেটা নিশ্চিত। আগামীকাল পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি পুরোপুরি বোঝা যাবে। আমরা আশা করছি, এটি গুরুতর কিছু নয়।’

চোটের ফলে মেসি শুধু লিগ কাপ থেকেই ছিটকে যাচ্ছেন না, বরং আগস্ট মাসে মেজর লিগ সকারের (এমএলএস) অন্তত চারটি গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনুপস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ৬ আগস্ট মিয়ামি মুখোমুখি হবে পুমাস উনামের বিরুদ্ধে, যেখানে মেসির না থাকা নিশ্চিত।

মেসির সতীর্থ এবং দীর্ঘদিনের বন্ধু জর্ডি আলবা বলেন, ‘এটা আমাদের দলের জন্য একটা বড় ধাক্কা। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এখন চোটের কারণে মাঠের বাইরে। আমরা তার উপস্থিতির ওপর অনেকটা নির্ভর করি। আশা করছি দ্রুত সেরে উঠবে।’