১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

প্লাস্টিক নয়, পাটই হোক বিকল্প: পরিবেশ উপদেষ্টার আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 119

ছবি সংগৃহীত

 

 

প্লাস্টিক দূষণ মোকাবেলায় কার্যকর উদ্যোগ হিসেবে পাটের ব্যাগকে বিকল্প হিসেবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় সরকার। এজন্য ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘প্লাস্টিক দূষণ রোধে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, “পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণা চালানো হবে। নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান বাড়াতে পাটের ব্যাগ উৎপাদনের সঙ্গে তরুণ সমাজকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।”

তিনি জানান, এ লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয়। পাশাপাশি জেডিপিসি, এসএমইএফ, জয়িতা ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে টেকসই উদ্যোগের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

প্লাস্টিকের বিকল্প নেই এই প্রচলিত ধারণা ভেঙে দিয়ে তিনি বলেন, “প্লাস্টিকের ব্যবহার বন্ধে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় প্লাস্টিক আমাদেরই বর্জন করতে হবে। সরকারের উদ্যোগ রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়, তবে ধাপে ধাপে তা বাস্তবায়ন হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বক্তব্য দেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, নরওয়েজিয়ান দূতাবাসের উপ-মিশন প্রধান মারিয়ান রাবে ক্নাভেলসরুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউনিডোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকি উজ জামান, ঢাকা মেডিকেল কলেজের ড. আফিয়া শাহনাজ এবং বুয়েটের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান।

সমাপনী বক্তব্যে পরিবেশ উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও শব্দদূষণমুক্ত ঘোষণা করার আহ্বান জানান এবং এ বিষয়ে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

প্লাস্টিক নয়, পাটই হোক বিকল্প: পরিবেশ উপদেষ্টার আহ্বান

আপডেট সময় ০৭:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

 

 

প্লাস্টিক দূষণ মোকাবেলায় কার্যকর উদ্যোগ হিসেবে পাটের ব্যাগকে বিকল্প হিসেবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় সরকার। এজন্য ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘প্লাস্টিক দূষণ রোধে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, “পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণা চালানো হবে। নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান বাড়াতে পাটের ব্যাগ উৎপাদনের সঙ্গে তরুণ সমাজকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।”

তিনি জানান, এ লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয়। পাশাপাশি জেডিপিসি, এসএমইএফ, জয়িতা ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে টেকসই উদ্যোগের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

প্লাস্টিকের বিকল্প নেই এই প্রচলিত ধারণা ভেঙে দিয়ে তিনি বলেন, “প্লাস্টিকের ব্যবহার বন্ধে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় প্লাস্টিক আমাদেরই বর্জন করতে হবে। সরকারের উদ্যোগ রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়, তবে ধাপে ধাপে তা বাস্তবায়ন হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বক্তব্য দেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, নরওয়েজিয়ান দূতাবাসের উপ-মিশন প্রধান মারিয়ান রাবে ক্নাভেলসরুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউনিডোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকি উজ জামান, ঢাকা মেডিকেল কলেজের ড. আফিয়া শাহনাজ এবং বুয়েটের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান।

সমাপনী বক্তব্যে পরিবেশ উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও শব্দদূষণমুক্ত ঘোষণা করার আহ্বান জানান এবং এ বিষয়ে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।