ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

প্লাস্টিক নয়, পাটই হোক বিকল্প: পরিবেশ উপদেষ্টার আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 64

ছবি সংগৃহীত

 

 

প্লাস্টিক দূষণ মোকাবেলায় কার্যকর উদ্যোগ হিসেবে পাটের ব্যাগকে বিকল্প হিসেবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় সরকার। এজন্য ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘প্লাস্টিক দূষণ রোধে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, “পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণা চালানো হবে। নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান বাড়াতে পাটের ব্যাগ উৎপাদনের সঙ্গে তরুণ সমাজকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।”

তিনি জানান, এ লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয়। পাশাপাশি জেডিপিসি, এসএমইএফ, জয়িতা ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে টেকসই উদ্যোগের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

প্লাস্টিকের বিকল্প নেই এই প্রচলিত ধারণা ভেঙে দিয়ে তিনি বলেন, “প্লাস্টিকের ব্যবহার বন্ধে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় প্লাস্টিক আমাদেরই বর্জন করতে হবে। সরকারের উদ্যোগ রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়, তবে ধাপে ধাপে তা বাস্তবায়ন হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বক্তব্য দেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, নরওয়েজিয়ান দূতাবাসের উপ-মিশন প্রধান মারিয়ান রাবে ক্নাভেলসরুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউনিডোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকি উজ জামান, ঢাকা মেডিকেল কলেজের ড. আফিয়া শাহনাজ এবং বুয়েটের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান।

সমাপনী বক্তব্যে পরিবেশ উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও শব্দদূষণমুক্ত ঘোষণা করার আহ্বান জানান এবং এ বিষয়ে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

প্লাস্টিক নয়, পাটই হোক বিকল্প: পরিবেশ উপদেষ্টার আহ্বান

আপডেট সময় ০৭:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

 

 

প্লাস্টিক দূষণ মোকাবেলায় কার্যকর উদ্যোগ হিসেবে পাটের ব্যাগকে বিকল্প হিসেবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় সরকার। এজন্য ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘প্লাস্টিক দূষণ রোধে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, “পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণা চালানো হবে। নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান বাড়াতে পাটের ব্যাগ উৎপাদনের সঙ্গে তরুণ সমাজকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।”

তিনি জানান, এ লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয়। পাশাপাশি জেডিপিসি, এসএমইএফ, জয়িতা ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে টেকসই উদ্যোগের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

প্লাস্টিকের বিকল্প নেই এই প্রচলিত ধারণা ভেঙে দিয়ে তিনি বলেন, “প্লাস্টিকের ব্যবহার বন্ধে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় প্লাস্টিক আমাদেরই বর্জন করতে হবে। সরকারের উদ্যোগ রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়, তবে ধাপে ধাপে তা বাস্তবায়ন হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বক্তব্য দেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, নরওয়েজিয়ান দূতাবাসের উপ-মিশন প্রধান মারিয়ান রাবে ক্নাভেলসরুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউনিডোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকি উজ জামান, ঢাকা মেডিকেল কলেজের ড. আফিয়া শাহনাজ এবং বুয়েটের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান।

সমাপনী বক্তব্যে পরিবেশ উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও শব্দদূষণমুক্ত ঘোষণা করার আহ্বান জানান এবং এ বিষয়ে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।