প্রকৃতি ও পরিবেশ
সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় শুরু পরিচ্ছন্নতা অভিযান, সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ
পরিবেশগত সংকটের মধ্যে থাকা সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার নতুন একটি পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ২০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক এই অভিযানে অংশ নিচ্ছেন।
এই অভিযান চলবে আজ এবং আগামীকাল। এর পাশাপাশি, গত দুই মাসে সাসটেইনেবিলিটি অ্যালায়েন্সও দ্বীপে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে। স্থানীয় প্রশাসন বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণে কার্যকর ভূমিকা রেখেছে। বিশেষ করে, নদী ও সমুদ্র দূষণ রোধে জাহাজঘাট থেকে ২৪১ কেজি প্লাস্টিক ও ৮৭ কেজি পলিথিন সংগ্রহ করা হয়।
এছাড়া, প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরের মাধ্যমে সেন্টমার্টিনে ১৪.৩ মেট্রিক টন এবং কক্সবাজারে ৬৭.৩ মেট্রিক টন প্লাস্টিক অপসারণ করা হয়েছে। পর্যটন নিয়ন্ত্রণেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিসেম্বরে ও জানুয়ারিতে দৈনিক পর্যটক সংখ্যা সীমাবদ্ধ করা হয় ২ হাজারে। এর ফলে, গড়ে ১ হাজার ৬৯৪ জন পর্যটক দ্বীপে আসছেন।
এই উদ্যোগের অংশ হিসেবে, দ্বীপে সচেতনতা বাড়াতে তথ্য সংবলিত সাইনবোর্ড ও গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। বিচের পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন ১০ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ৬ জন লাইফগার্ড।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সেন্টমার্টিনের পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব।” তিনি আরও জানান, দ্বীপবাসীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ করবে।