শাহরুখ, অজয় ও টাইগারকে আইনি নোটিশ: বিভ্রান্তিকর পানমশলা বিজ্ঞাপনের অভিযোগ
বলিউড তারকারা আবারও বিতর্কের মুখে। ভারতীয় জয়পুরের গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশন তিন সুপরিচিত তারকা শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে। অভিযোগ, তারা একটি পানমশলা বিজ্ঞাপনে গ্রাহকদের বিভ্রান্ত করছেন। ১৯ মার্চের মধ্যে তাদের কমিশনে উপস্থিত হতে হবে, এমনই নির্দেশ দিয়েছে আদালত।
বিজ্ঞাপনে পণ্যের প্রতিটি দানায় কেশর থাকার দাবি তোলা হয়েছে, যা বাস্তবের সাথে মেলে না বলে আদালত মনে করেছে। অভিযোগ, বিজ্ঞাপনে যে কেশরের উপস্থিতির কথা বলা হয়েছে, তা খুবই সন্দেহজনক। জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়াল একথা তুলে ধরেছেন। তার মতে, ১ কেজি কেশরের বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা, অথচ মাত্র ৫ টাকার পানমশলা প্যাকেটে কিভাবে আসল কেশর থাকতে পারে? তাছাড়া, পানমশলার স্বাভাবিক গন্ধও পাওয়া যায় না, যা এটার আরও সন্দেহজনক করে তোলে।
এছাড়া, বিজ্ঞাপনে উল্লিখিত পানমশলা এবং গুটখার স্বাস্থ্যগত ক্ষতিকারক প্রভাবের কথাও উঠে এসেছে। অভিযোগকারীর দাবি, এই ধরনের পণ্য সেলিব্রেটিদের মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা গ্রাহকদের বিভ্রান্ত করছে। তিনি এই ধরনের misleading বিজ্ঞাপন বন্ধের জন্য আবেদন করেছেন।
এটি প্রথম নয়, এর আগেও এই বিজ্ঞাপন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। শাহরুখ খান ও অজয় দেবগণের সমালোচনাও হয়েছিল বেশ কিছুবার। এমনকি, এই বিতর্কের প্রেক্ষিতে বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার।
এবার, আদালতের নোটিশে বলিউডের এই তিন তারকা নতুন চাপে পড়লেন। কি হতে চলেছে তাদের পরবর্তী পদক্ষেপ? সময়ই তা বলবে।