১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 102

ছবি সংগৃহীত

 

ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা ডিগ্রির সমমানের স্বীকৃতি দাবি করে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বৃষ্টি উপেক্ষা করে শত শত শিক্ষার্থী শাহবাগ মোড়ে জড়ো হয়ে এক দফা দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করেন।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটি শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সেখানে বসে প্রতিবাদ জানাতে থাকেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের বক্তব্য, এইচএসসি পাসের পর তিন বছর ছয় মাস মেয়াদী একটি পূর্ণাঙ্গ ১১০ ক্রেডিটের কোর্স শেষ করেও তাদের ডিগ্রির স্বীকৃতি দেওয়া হচ্ছে না। অথচ একইভাবে এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর মেয়াদী কোর্স শেষ করলেই শিক্ষার্থীরা ডিগ্রি সমমানের স্বীকৃতি পাচ্ছে। এটি স্পষ্ট বৈষম্য এবং ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের প্রতি অবমূল্যায়নের শামিল বলে দাবি তাদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, দীর্ঘদিন ধরে তারা মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু দাবি আদায় না হওয়ায় বাধ্য হয়ে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ না থাকায় হতাশা প্রকাশ করেন তারা।

এক শিক্ষার্থী বলেন, “আমরা চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে কাজ করি, অথচ আমাদের পড়াশোনাকে ডিগ্রির সমমান দেওয়া হয় না। এটা কেবল অবিচার নয়, আমাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে।”

শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন, তাদের একমাত্র দাবি ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান দেওয়া না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। নিরাপদ ও ন্যায্য শিক্ষাজীবনের স্বার্থে তাদের এই দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টদের প্রতি।

নিউজটি শেয়ার করুন

ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ

আপডেট সময় ০৭:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

 

ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা ডিগ্রির সমমানের স্বীকৃতি দাবি করে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বৃষ্টি উপেক্ষা করে শত শত শিক্ষার্থী শাহবাগ মোড়ে জড়ো হয়ে এক দফা দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করেন।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটি শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সেখানে বসে প্রতিবাদ জানাতে থাকেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের বক্তব্য, এইচএসসি পাসের পর তিন বছর ছয় মাস মেয়াদী একটি পূর্ণাঙ্গ ১১০ ক্রেডিটের কোর্স শেষ করেও তাদের ডিগ্রির স্বীকৃতি দেওয়া হচ্ছে না। অথচ একইভাবে এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর মেয়াদী কোর্স শেষ করলেই শিক্ষার্থীরা ডিগ্রি সমমানের স্বীকৃতি পাচ্ছে। এটি স্পষ্ট বৈষম্য এবং ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের প্রতি অবমূল্যায়নের শামিল বলে দাবি তাদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, দীর্ঘদিন ধরে তারা মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু দাবি আদায় না হওয়ায় বাধ্য হয়ে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ না থাকায় হতাশা প্রকাশ করেন তারা।

এক শিক্ষার্থী বলেন, “আমরা চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে কাজ করি, অথচ আমাদের পড়াশোনাকে ডিগ্রির সমমান দেওয়া হয় না। এটা কেবল অবিচার নয়, আমাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে।”

শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন, তাদের একমাত্র দাবি ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান দেওয়া না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। নিরাপদ ও ন্যায্য শিক্ষাজীবনের স্বার্থে তাদের এই দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টদের প্রতি।