ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘের জুলাই অভ্যুত্থান রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল জারি রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর ১৭তম প্যাকেজের নিষেধাজ্ঞা: তুরস্ক সহ একাধিক দেশও এর অন্তর্ভুক্ত সুন্দরবন সুরক্ষায় নতুন কৌশলে বন বিভাগ, ফাঁদ জমা দিলে মিলছে পুরস্কার ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সংলাপে আহ্বান নতুন পোপ লিও চতুর্দশের ভিসা সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী কমেছে, কমেছে রাজস্ব আয় মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা ডিগ্রির সমমানের স্বীকৃতি দাবি করে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বৃষ্টি উপেক্ষা করে শত শত শিক্ষার্থী শাহবাগ মোড়ে জড়ো হয়ে এক দফা দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করেন।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটি শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সেখানে বসে প্রতিবাদ জানাতে থাকেন।

শিক্ষার্থীদের বক্তব্য, এইচএসসি পাসের পর তিন বছর ছয় মাস মেয়াদী একটি পূর্ণাঙ্গ ১১০ ক্রেডিটের কোর্স শেষ করেও তাদের ডিগ্রির স্বীকৃতি দেওয়া হচ্ছে না। অথচ একইভাবে এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর মেয়াদী কোর্স শেষ করলেই শিক্ষার্থীরা ডিগ্রি সমমানের স্বীকৃতি পাচ্ছে। এটি স্পষ্ট বৈষম্য এবং ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের প্রতি অবমূল্যায়নের শামিল বলে দাবি তাদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, দীর্ঘদিন ধরে তারা মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু দাবি আদায় না হওয়ায় বাধ্য হয়ে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ না থাকায় হতাশা প্রকাশ করেন তারা।

এক শিক্ষার্থী বলেন, “আমরা চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে কাজ করি, অথচ আমাদের পড়াশোনাকে ডিগ্রির সমমান দেওয়া হয় না। এটা কেবল অবিচার নয়, আমাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে।”

শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন, তাদের একমাত্র দাবি ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান দেওয়া না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। নিরাপদ ও ন্যায্য শিক্ষাজীবনের স্বার্থে তাদের এই দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টদের প্রতি।

নিউজটি শেয়ার করুন

ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ

আপডেট সময় ০৭:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

 

ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা ডিগ্রির সমমানের স্বীকৃতি দাবি করে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বৃষ্টি উপেক্ষা করে শত শত শিক্ষার্থী শাহবাগ মোড়ে জড়ো হয়ে এক দফা দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করেন।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটি শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সেখানে বসে প্রতিবাদ জানাতে থাকেন।

শিক্ষার্থীদের বক্তব্য, এইচএসসি পাসের পর তিন বছর ছয় মাস মেয়াদী একটি পূর্ণাঙ্গ ১১০ ক্রেডিটের কোর্স শেষ করেও তাদের ডিগ্রির স্বীকৃতি দেওয়া হচ্ছে না। অথচ একইভাবে এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর মেয়াদী কোর্স শেষ করলেই শিক্ষার্থীরা ডিগ্রি সমমানের স্বীকৃতি পাচ্ছে। এটি স্পষ্ট বৈষম্য এবং ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের প্রতি অবমূল্যায়নের শামিল বলে দাবি তাদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, দীর্ঘদিন ধরে তারা মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু দাবি আদায় না হওয়ায় বাধ্য হয়ে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ না থাকায় হতাশা প্রকাশ করেন তারা।

এক শিক্ষার্থী বলেন, “আমরা চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে কাজ করি, অথচ আমাদের পড়াশোনাকে ডিগ্রির সমমান দেওয়া হয় না। এটা কেবল অবিচার নয়, আমাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে।”

শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন, তাদের একমাত্র দাবি ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান দেওয়া না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। নিরাপদ ও ন্যায্য শিক্ষাজীবনের স্বার্থে তাদের এই দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টদের প্রতি।