ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগই অগ্রাধিকার: অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 26

ছবি: সংগৃহীত

 

আগামী অর্থবছরের বাজেটে দেশীয় শিল্প সুরক্ষা, বিনিয়োগ বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা ভাতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার সচিবালয়ে এক প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, এবারের বাজেট প্রবৃদ্ধির দিকে নয়, বরং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও উৎপাদনমুখী খাতকে সমর্থন দিতেই বেশি গুরুত্ব দেবে। এমন একটি বাজেট তৈরি করা হচ্ছে, যা পরবর্তী সরকার সহজেই গ্রহণ করতে পারবে।

সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা এই আলোচনায় অংশ নিয়ে বাজেটের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ করেন। দৈনিক পত্রিকার সম্পাদক ও টেলিভিশনের শীর্ষ নির্বাহীরা করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার প্রস্তাব দেন। তারা বাজেট বক্তব্যের কলেবর কমানো, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, নির্ভুল পরিসংখ্যান প্রকাশ ও কর্মসংস্থান বৃদ্ধির সুপারিশ করেন।

অর্থসচিব ড. খায়েরুজ্জামান বলেন, আগামী জুন নাগাদ মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসবে। রপ্তানি ও রেমিট্যান্স ইতিবাচক ধারায় থাকায় অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকছে।

ফিন্যানশিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ বলেন, বাজেট এমন হতে হবে, যা পরবর্তী সরকার বাস্তবায়ন করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। যুগান্তরের সম্পাদক আবদুল হাই সিকদার বলেন, অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেও মূল্যস্ফীতি এখনো চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এবার বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি টিসিবির কার্যক্রম ও রেশনিং ব্যবস্থা পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সিনিয়র সাংবাদিক শওকত হোসেন মাসুম বলেন, বাজেটের আকার বড় করলেই হবে না, বরং বাস্তবমুখী হতে হবে। কর্মসংস্থানের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য সুনির্দিষ্ট হিসাব প্রকাশের দাবি জানান তিনি।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের অ্যাসোসিয়েট এডিটর শামীম জাহেদী বলেন, কালো টাকা বৈধকরণের ক্ষেত্রে কর হার সমান হবে কি না, সেটি স্পষ্ট করা দরকার। এছাড়া দেশের টেলিভিশন খাত থেকে রাজস্ব আদায়ের কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেন তিনি।

সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিম করদাতাদের উৎসাহিত করতে ‘ট্যাক্স কার্ড’ প্রবর্তনের প্রস্তাব দেন। ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি এসএমই উদ্যোক্তাদের সহায়তার ওপর জোর দেন। তিনি সামাজিক নিরাপত্তা ভাতা কমপক্ষে পাঁচ হাজার টাকা করার প্রস্তাব দেন।

নিউজটি শেয়ার করুন

আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগই অগ্রাধিকার: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ১০:৩৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

 

আগামী অর্থবছরের বাজেটে দেশীয় শিল্প সুরক্ষা, বিনিয়োগ বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা ভাতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার সচিবালয়ে এক প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, এবারের বাজেট প্রবৃদ্ধির দিকে নয়, বরং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও উৎপাদনমুখী খাতকে সমর্থন দিতেই বেশি গুরুত্ব দেবে। এমন একটি বাজেট তৈরি করা হচ্ছে, যা পরবর্তী সরকার সহজেই গ্রহণ করতে পারবে।

সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা এই আলোচনায় অংশ নিয়ে বাজেটের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ করেন। দৈনিক পত্রিকার সম্পাদক ও টেলিভিশনের শীর্ষ নির্বাহীরা করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার প্রস্তাব দেন। তারা বাজেট বক্তব্যের কলেবর কমানো, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, নির্ভুল পরিসংখ্যান প্রকাশ ও কর্মসংস্থান বৃদ্ধির সুপারিশ করেন।

অর্থসচিব ড. খায়েরুজ্জামান বলেন, আগামী জুন নাগাদ মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসবে। রপ্তানি ও রেমিট্যান্স ইতিবাচক ধারায় থাকায় অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকছে।

ফিন্যানশিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ বলেন, বাজেট এমন হতে হবে, যা পরবর্তী সরকার বাস্তবায়ন করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। যুগান্তরের সম্পাদক আবদুল হাই সিকদার বলেন, অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেও মূল্যস্ফীতি এখনো চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এবার বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি টিসিবির কার্যক্রম ও রেশনিং ব্যবস্থা পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সিনিয়র সাংবাদিক শওকত হোসেন মাসুম বলেন, বাজেটের আকার বড় করলেই হবে না, বরং বাস্তবমুখী হতে হবে। কর্মসংস্থানের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য সুনির্দিষ্ট হিসাব প্রকাশের দাবি জানান তিনি।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের অ্যাসোসিয়েট এডিটর শামীম জাহেদী বলেন, কালো টাকা বৈধকরণের ক্ষেত্রে কর হার সমান হবে কি না, সেটি স্পষ্ট করা দরকার। এছাড়া দেশের টেলিভিশন খাত থেকে রাজস্ব আদায়ের কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেন তিনি।

সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিম করদাতাদের উৎসাহিত করতে ‘ট্যাক্স কার্ড’ প্রবর্তনের প্রস্তাব দেন। ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি এসএমই উদ্যোক্তাদের সহায়তার ওপর জোর দেন। তিনি সামাজিক নিরাপত্তা ভাতা কমপক্ষে পাঁচ হাজার টাকা করার প্রস্তাব দেন।