০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

তুলসী গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করবে না : অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 99

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের অর্থনীতি এখন সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অর্থনীতি আগে যে খাদের কিনারায় ছিল, সেখান থেকে সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় বর্তমানে পরিস্থিতি আশাব্যঞ্জক।

মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘একটা সময় আমাদের অর্থনীতি বিপদের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে অর্থনীতি টেনে তোলার চেষ্টা করা হয়েছে। এখন আমরা ভালো অবস্থানে ফিরেছি। কিছু ছোটখাটো ভুল-ত্রুটি থাকলেও পরিস্থিতি নিয়ে হতাশ হওয়ার কারণ নেই। বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে রয়েছে অনেকেই।’

সম্প্রতি মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘তাঁর বক্তব্যের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে কোনো বিরূপ প্রভাব পড়বে না। দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক যথেষ্ট দৃঢ় এবং তা আগামীতেও বজায় থাকবে।’

ড. সালেহউদ্দিন বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের লক্ষ্য নিয়ে কাজ করছে। উত্তরণের এই সময়টি মসৃণ করতে সরকার ‘স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি’ গ্রহণ করবে। এই অর্জন বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। আমাদের সাফল্য দেখে অনেক অনুন্নত দেশ অনুপ্রাণিত হবে।

পণ্য খালাসে ব্যবসায়ীদের জটিলতার প্রসঙ্গে তিনি বলেন, ‘পণ্য খালাস প্রক্রিয়ায় যে জট সৃষ্টি হয়েছিল, সেটিও খুলে গেছে। ব্যবসায়ীদের কেউ কেউ বিভিন্ন ধরনের সিস্টেম তৈরি করতে চাইলেও আমরা তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নিয়ম-নীতির শৃঙ্খলা বজায় রাখতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, দেশের অর্থনীতি নিয়ে যারা হতাশ ছিলেন, তাদের হতাশা কাটিয়ে ওঠার সময় এসেছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে আত্মবিশ্বাস নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

তুলসী গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করবে না : অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৩:০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

 

বাংলাদেশের অর্থনীতি এখন সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অর্থনীতি আগে যে খাদের কিনারায় ছিল, সেখান থেকে সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় বর্তমানে পরিস্থিতি আশাব্যঞ্জক।

মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘একটা সময় আমাদের অর্থনীতি বিপদের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে অর্থনীতি টেনে তোলার চেষ্টা করা হয়েছে। এখন আমরা ভালো অবস্থানে ফিরেছি। কিছু ছোটখাটো ভুল-ত্রুটি থাকলেও পরিস্থিতি নিয়ে হতাশ হওয়ার কারণ নেই। বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে রয়েছে অনেকেই।’

সম্প্রতি মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘তাঁর বক্তব্যের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে কোনো বিরূপ প্রভাব পড়বে না। দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক যথেষ্ট দৃঢ় এবং তা আগামীতেও বজায় থাকবে।’

ড. সালেহউদ্দিন বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের লক্ষ্য নিয়ে কাজ করছে। উত্তরণের এই সময়টি মসৃণ করতে সরকার ‘স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি’ গ্রহণ করবে। এই অর্জন বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। আমাদের সাফল্য দেখে অনেক অনুন্নত দেশ অনুপ্রাণিত হবে।

পণ্য খালাসে ব্যবসায়ীদের জটিলতার প্রসঙ্গে তিনি বলেন, ‘পণ্য খালাস প্রক্রিয়ায় যে জট সৃষ্টি হয়েছিল, সেটিও খুলে গেছে। ব্যবসায়ীদের কেউ কেউ বিভিন্ন ধরনের সিস্টেম তৈরি করতে চাইলেও আমরা তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নিয়ম-নীতির শৃঙ্খলা বজায় রাখতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, দেশের অর্থনীতি নিয়ে যারা হতাশ ছিলেন, তাদের হতাশা কাটিয়ে ওঠার সময় এসেছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে আত্মবিশ্বাস নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।