ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু

বৈধ পথে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় দেশের রিজার্ভে স্বস্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 15

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ঊর্ধ্বমুখী। বর্তমানে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারে। বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি জানান, সম্প্রতি অর্থপাচার উল্লেখযোগ্য হারে কমে গেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রপ্তানি খাতেও উচ্চ প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই দুটি ইতিবাচক প্রবণতার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ডলারের বিনিময় হার ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে, যা দেশের অর্থনীতির জন্য আশার বার্তা।

এর আগে ২০২২ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার। তবে এরপর থেকে প্রতি মাসে তা কমতে থাকে। গত বছরের জুলাইয়ের শেষ নাগাদ রিজার্ভ কমে দাঁড়ায় ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে।

বর্তমানে পরিস্থিতি পরিবর্তনের পথে। সরকার পরিবর্তনের পর থেকে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে আর ডলার বিক্রি করছে না। বরং ডলার বাজার থেকে সংগ্রহ করছে, যার ফলে বাজারে চাপ কমছে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনার কৌশল কাজে লাগিয়ে পূর্বের ৩২০ কোটি ডলারের দায়ও সফলভাবে পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক।

এ প্রসঙ্গে আরিফ হোসেন খান বলেন, “আমদানির ব্যয় স্বাভাবিক, আবার রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় বৈদেশিক লেনদেনের ভারসাম্য অনেকটা স্থিতিশীল অবস্থানে ফিরেছে। আমাদের প্রধান লক্ষ্য এখন রিজার্ভ টেকসইভাবে বাড়ানো এবং বিনিময় হারকে স্থিতিশীল রাখা।”

অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ বাড়ার এই ধারা অব্যাহত থাকলে আমদানি ব্যয় নির্বাহ, সরকারি ঋণ পরিশোধ এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে আস্থা ফেরাতে বড় ভূমিকা রাখবে।

সব মিলিয়ে রিজার্ভ বাড়ার পাশাপাশি ডলারের দাম স্থিতিশীল থাকা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক অগ্রগতির বার্তা দিচ্ছে। অর্থনীতির ভারসাম্য ও স্থিতিশীলতা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের কৌশল কার্যকর হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

বৈধ পথে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় দেশের রিজার্ভে স্বস্তি

আপডেট সময় ০৮:৩৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

 

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ঊর্ধ্বমুখী। বর্তমানে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারে। বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি জানান, সম্প্রতি অর্থপাচার উল্লেখযোগ্য হারে কমে গেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রপ্তানি খাতেও উচ্চ প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই দুটি ইতিবাচক প্রবণতার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ডলারের বিনিময় হার ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে, যা দেশের অর্থনীতির জন্য আশার বার্তা।

এর আগে ২০২২ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার। তবে এরপর থেকে প্রতি মাসে তা কমতে থাকে। গত বছরের জুলাইয়ের শেষ নাগাদ রিজার্ভ কমে দাঁড়ায় ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে।

বর্তমানে পরিস্থিতি পরিবর্তনের পথে। সরকার পরিবর্তনের পর থেকে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে আর ডলার বিক্রি করছে না। বরং ডলার বাজার থেকে সংগ্রহ করছে, যার ফলে বাজারে চাপ কমছে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনার কৌশল কাজে লাগিয়ে পূর্বের ৩২০ কোটি ডলারের দায়ও সফলভাবে পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক।

এ প্রসঙ্গে আরিফ হোসেন খান বলেন, “আমদানির ব্যয় স্বাভাবিক, আবার রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় বৈদেশিক লেনদেনের ভারসাম্য অনেকটা স্থিতিশীল অবস্থানে ফিরেছে। আমাদের প্রধান লক্ষ্য এখন রিজার্ভ টেকসইভাবে বাড়ানো এবং বিনিময় হারকে স্থিতিশীল রাখা।”

অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ বাড়ার এই ধারা অব্যাহত থাকলে আমদানি ব্যয় নির্বাহ, সরকারি ঋণ পরিশোধ এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে আস্থা ফেরাতে বড় ভূমিকা রাখবে।

সব মিলিয়ে রিজার্ভ বাড়ার পাশাপাশি ডলারের দাম স্থিতিশীল থাকা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক অগ্রগতির বার্তা দিচ্ছে। অর্থনীতির ভারসাম্য ও স্থিতিশীলতা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের কৌশল কার্যকর হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।