ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তরা ট্র্যাজেডি: বিমান বিধ্বস্তে ২৫ শিশুসহ ২৭ জনের মর্মান্তিক মৃত্যু আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা

শিল্প রোবট ব্যবহারে বিশ্বে শীর্ষে চীন, উত্থানে ভারত ও তুরস্ক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 93

ছবি সংগৃহীত

 

 

বিশ্বজুড়ে শিল্প খাতে স্বয়ংক্রিয়তার ছোঁয়া আরও গভীর হচ্ছে। আন্তর্জাতিক ফেডারেশন অফ রোবটিক্স (IFR)-এর সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এসেছে, ২০২৩ সালের শেষে বিশ্বব্যাপী ফ্যাক্টরিগুলোর মধ্যে কার্যকর শিল্প রোবটের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৩ লাখে। এর প্রায় ৪১ শতাংশ, অর্থাৎ ১৭ লাখ ৬০ হাজার রোবট রয়েছে চীনের দখলে — যা এককভাবে বিশ্বের সবচেয়ে বড় রোবট ব্যবহারকারী দেশ হিসেবে চীনকে শীর্ষে রেখেছে।

তবে ২০২৩ সালে দেশটিতে নতুন শিল্প রোবট স্থাপনের হার কিছুটা হ্রাস পেয়ে ৫ শতাংশ কমেছে। তারপরও, সে বছর চীনে নতুন করে স্থাপিত হয়েছে ২ লক্ষ ৭৬ হাজার শিল্প রোবট — যা বিশ্বব্যাপী নতুন স্থাপিত রোবটের ৭৩ শতাংশ।

এদিকে দ্রুত রোবট ব্যবহারে এগিয়ে আসছে ভারত ও তুরস্ক। IFR-এর তথ্য অনুযায়ী, তুরস্কে গত বছর শিল্প রোবট স্থাপনের হার বেড়েছে ১৫ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে ভারতে, যেখানে ২০২৩ সালে রোবট স্থাপন বেড়েছে ৫৯ শতাংশ।

শুধু সংখ্যায় নয়, শিল্প রোবট ঘনত্বেও এগিয়ে আছে কিছু দেশ। কর্মীর অনুপাতে রোবট ব্যবহারের দিক থেকে বিশ্বের শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ব্যবহৃত হচ্ছে ১,০১২টি রোবট। এরপর অবস্থান করছে সিঙ্গাপুর (৭৭০টি), চীন (৪৭০টি), জার্মানি (৪২৯টি), জাপান (৪১৯টি) এবং যুক্তরাষ্ট্র (২৯৫টি)।

বিশ্বব্যাপী রোবট শিল্পের এই প্রসার শুধু উৎপাদনশীলতা বাড়ানোর দিকেই নয়, বরং ভবিষ্যতের কর্মসংস্থান কাঠামো, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিল্প ব্যবস্থার দিকেও ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের মতে, যেসব দেশ দ্রুত রোবটিক্স প্রযুক্তিকে শিল্পখাতে অন্তর্ভুক্ত করছে, তারা ভবিষ্যতের অর্থনৈতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।

চীন যেমন এরইমধ্যে রোবটিক্সে বিনিয়োগ ও উন্নয়নকে জাতীয় কৌশল হিসেবে নিয়েছে, তেমনি ভারত ও তুরস্কও নিজেদের শিল্প খাতকে আধুনিকায়নের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। এই প্রবণতা ইঙ্গিত দেয়, আগামী দশকে বিশ্ব শিল্পের মানচিত্রে রোবট নির্ভরতা আরও গভীরভাবে প্রভাব ফেলবে।

 

নিউজটি শেয়ার করুন

শিল্প রোবট ব্যবহারে বিশ্বে শীর্ষে চীন, উত্থানে ভারত ও তুরস্ক

আপডেট সময় ১২:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

 

 

বিশ্বজুড়ে শিল্প খাতে স্বয়ংক্রিয়তার ছোঁয়া আরও গভীর হচ্ছে। আন্তর্জাতিক ফেডারেশন অফ রোবটিক্স (IFR)-এর সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এসেছে, ২০২৩ সালের শেষে বিশ্বব্যাপী ফ্যাক্টরিগুলোর মধ্যে কার্যকর শিল্প রোবটের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৩ লাখে। এর প্রায় ৪১ শতাংশ, অর্থাৎ ১৭ লাখ ৬০ হাজার রোবট রয়েছে চীনের দখলে — যা এককভাবে বিশ্বের সবচেয়ে বড় রোবট ব্যবহারকারী দেশ হিসেবে চীনকে শীর্ষে রেখেছে।

তবে ২০২৩ সালে দেশটিতে নতুন শিল্প রোবট স্থাপনের হার কিছুটা হ্রাস পেয়ে ৫ শতাংশ কমেছে। তারপরও, সে বছর চীনে নতুন করে স্থাপিত হয়েছে ২ লক্ষ ৭৬ হাজার শিল্প রোবট — যা বিশ্বব্যাপী নতুন স্থাপিত রোবটের ৭৩ শতাংশ।

এদিকে দ্রুত রোবট ব্যবহারে এগিয়ে আসছে ভারত ও তুরস্ক। IFR-এর তথ্য অনুযায়ী, তুরস্কে গত বছর শিল্প রোবট স্থাপনের হার বেড়েছে ১৫ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে ভারতে, যেখানে ২০২৩ সালে রোবট স্থাপন বেড়েছে ৫৯ শতাংশ।

শুধু সংখ্যায় নয়, শিল্প রোবট ঘনত্বেও এগিয়ে আছে কিছু দেশ। কর্মীর অনুপাতে রোবট ব্যবহারের দিক থেকে বিশ্বের শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ব্যবহৃত হচ্ছে ১,০১২টি রোবট। এরপর অবস্থান করছে সিঙ্গাপুর (৭৭০টি), চীন (৪৭০টি), জার্মানি (৪২৯টি), জাপান (৪১৯টি) এবং যুক্তরাষ্ট্র (২৯৫টি)।

বিশ্বব্যাপী রোবট শিল্পের এই প্রসার শুধু উৎপাদনশীলতা বাড়ানোর দিকেই নয়, বরং ভবিষ্যতের কর্মসংস্থান কাঠামো, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিল্প ব্যবস্থার দিকেও ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের মতে, যেসব দেশ দ্রুত রোবটিক্স প্রযুক্তিকে শিল্পখাতে অন্তর্ভুক্ত করছে, তারা ভবিষ্যতের অর্থনৈতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।

চীন যেমন এরইমধ্যে রোবটিক্সে বিনিয়োগ ও উন্নয়নকে জাতীয় কৌশল হিসেবে নিয়েছে, তেমনি ভারত ও তুরস্কও নিজেদের শিল্প খাতকে আধুনিকায়নের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। এই প্রবণতা ইঙ্গিত দেয়, আগামী দশকে বিশ্ব শিল্পের মানচিত্রে রোবট নির্ভরতা আরও গভীরভাবে প্রভাব ফেলবে।