ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শীর্ষ বিনিয়োগকারীদের অংশগ্রহণে ঢাকায় শুরু ‘বিনিয়োগ সম্মেলন ২০২৫’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 20

ছবি সংগৃহীত

 

বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে রূপ দিতে ঢাকায় আজ সোমবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন ২০২৫’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ প্রায় ৪০টি দেশের ৬০০-র বেশি দেশি-বিদেশি বিনিয়োগকারী অংশ নিচ্ছেন।

গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, সম্মেলনের প্রথম দিনেই দুইটি ভিন্ন ট্র্যাকে আয়োজন হচ্ছে বিভিন্ন কার্যক্রম।

প্রথম ট্র্যাকে ৬০ জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারী চট্টগ্রাম সফরে গেছেন। তারা কোরিয়ান ইপিজেড ও মিরসরাই স্পেশাল ইকোনমিক জোন ঘুরে দেখবেন এবং কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করবেন। জমি, অবকাঠামো ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ধারণা নিতে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান বিডার চেয়ারম্যান।

অন্যদিকে, ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে ‘স্টার্টআপ কানেক্ট’ নামে দিনব্যাপী একটি বিশেষ সেশান। এতে আগত আরলি স্টেজ স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টদের মাঝে ম্যাচমেকিং, নেটওয়ার্কিং ও প্যানেল ডিসকাশনের মাধ্যমে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে।

সম্মেলনের দ্বিতীয় দিনে বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত জাপানি ইকোনমিক জোন পরিদর্শন করবেন। সেখানে তাঁরা শিল্পকারখানার কার্যক্রম পর্যবেক্ষণ করে বিনিয়োগের সম্ভাবনা মূল্যায়ন করবেন। একই দিনে বিশ্বব্যাংক ও আইএলও’র সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে এফডিআই সম্পর্কিত বিষয়ে সমঝোতা স্মারক সই হবে।

আগামী ৯ এপ্রিল বুধবার হবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধনী পর্বে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা এবং বক্তব্য দেবেন বিদেশি বিনিয়োগকারীরাও। উদ্বোধনের পরদিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইয়ুথ এন্টারপ্রেনারশিপ মেলা এবং রিনিউয়েবল এনার্জি নিয়ে বিশেষ সেশান অনুষ্ঠিত হবে।

বিডার আশা, এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশে বিনিয়োগ প্রবাহ আরও জোরদার হবে এবং দেশটি বৈশ্বিক বিনিয়োগ মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

শীর্ষ বিনিয়োগকারীদের অংশগ্রহণে ঢাকায় শুরু ‘বিনিয়োগ সম্মেলন ২০২৫’

আপডেট সময় ১০:৪৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

 

বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে রূপ দিতে ঢাকায় আজ সোমবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন ২০২৫’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ প্রায় ৪০টি দেশের ৬০০-র বেশি দেশি-বিদেশি বিনিয়োগকারী অংশ নিচ্ছেন।

গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, সম্মেলনের প্রথম দিনেই দুইটি ভিন্ন ট্র্যাকে আয়োজন হচ্ছে বিভিন্ন কার্যক্রম।

প্রথম ট্র্যাকে ৬০ জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারী চট্টগ্রাম সফরে গেছেন। তারা কোরিয়ান ইপিজেড ও মিরসরাই স্পেশাল ইকোনমিক জোন ঘুরে দেখবেন এবং কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করবেন। জমি, অবকাঠামো ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ধারণা নিতে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান বিডার চেয়ারম্যান।

অন্যদিকে, ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে ‘স্টার্টআপ কানেক্ট’ নামে দিনব্যাপী একটি বিশেষ সেশান। এতে আগত আরলি স্টেজ স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টদের মাঝে ম্যাচমেকিং, নেটওয়ার্কিং ও প্যানেল ডিসকাশনের মাধ্যমে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে।

সম্মেলনের দ্বিতীয় দিনে বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত জাপানি ইকোনমিক জোন পরিদর্শন করবেন। সেখানে তাঁরা শিল্পকারখানার কার্যক্রম পর্যবেক্ষণ করে বিনিয়োগের সম্ভাবনা মূল্যায়ন করবেন। একই দিনে বিশ্বব্যাংক ও আইএলও’র সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে এফডিআই সম্পর্কিত বিষয়ে সমঝোতা স্মারক সই হবে।

আগামী ৯ এপ্রিল বুধবার হবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধনী পর্বে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা এবং বক্তব্য দেবেন বিদেশি বিনিয়োগকারীরাও। উদ্বোধনের পরদিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইয়ুথ এন্টারপ্রেনারশিপ মেলা এবং রিনিউয়েবল এনার্জি নিয়ে বিশেষ সেশান অনুষ্ঠিত হবে।

বিডার আশা, এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশে বিনিয়োগ প্রবাহ আরও জোরদার হবে এবং দেশটি বৈশ্বিক বিনিয়োগ মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।